সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নেমেই ছক্কার ঝড় পেরেরার

ক্রীড়া প্রতিবেদক

নেমেই ছক্কার ঝড় পেরেরার

অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচ খেলে দেরি করেননি থিসারা পেরেরা। বাক্স পেটরা গুছিয়ে চড়ে বসেন ঢাকাগামী বিমানে। প্রায় ১৩ ঘণ্টার বিমান ভ্রমণ করে গতকাল সন্ধ্যায় পা রাখেন ঢাকায়। দীর্ঘ ভ্রমণও ক্লান্ত করতে পারেনি থিসারাকে। সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে খেলতে আসরের দ্রুততম হাফসেঞ্চুরি তুলে নেন। মুশফিকের চিটাগং ভাইকিংসের বিপক্ষে চার-ছক্কার ঝড় ছুটিয়ে ২৬ বলে ৭৪ রানের টর্নেডো ইনিংস খেলেন ৮ ছক্কা ও ৩ চারে। লঙ্কান অলরাউন্ডার আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ৬ নম্বর জুটিতে সাইফউদ্দিনের সঙ্গে যোগ করেন ৪০ বলে ৯৮ রান। থিসারা পেরেরার ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লা ভাইকিংসের সংগ্রহ ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান।

আগের ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে টাই করে ম্যাচ জিতে চিটাগং। ফ্রাইলিঙ্কের অবিশ্বাস্য অলরাউন্ডিং পারফরম্যান্সে সুপার ওভারে জয় পায় চিটাগং। সেই আত্মবিশ্বাস নিয়ে গতকাল কুমিল্লার বিপক্ষে খেলতে নামে আসরে নিজেদের চার নম্বর ম্যাচ। তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরার কুমিল্লারও এটা চার নম্বর ম্যাচ। দুই দল মুখোমুখি হয়েছিল তৃতীয় জয়ের সন্ধানে। টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার সংগ্রহ ছিল ২০ ওভারে ১৮৪ রান। তামিম রান পাননি। ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস ভালো খেলতে খেলতে হঠাৎ মাসল পুল হয়ে মাঠের বাইরে চলে আসেন। স্ট্রেচারে মাঠের বাইরে আসার সময় তার নামের পাশে লেখা ছিল ৩৮ রানের জ্বলজ্বলে ইনিংস। শেষ দিকে থিসারা ছক্কার ফুলঝুড়ি ছোটান। ১৩.৩ ওভারে ক্রিজে নামেন থিসারা। ১৫.২, ১৫.৫ ও ১৫.৬ ওভারে তিন ছক্কা মারেন বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলামকে। চলতি আসরে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকানো থিসারা পেরেরা ১৯ নম্বর ওভারেও চারটি ছক্কা মারেন। প্রোটিয়াস পেসার ফ্রাইলিঙ্কের ওভারের দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে চারটি ছক্কা মারেন। আরেকটি ছক্কা মারেন আবু জায়েদ রাহীকে ১৭.৫ ওভারে। সব মিলিয়ে প্রথম খেলতে নেমেই চিটাগংয়ের বোলারদের নাভিশ্বাস তুলে ৭৪ রানের টর্নেডো ইনিংস খেলে দর্শক মাতিয়ে রাখেন পেরেরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর