সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মুশফিকের ব্যাটিং বীরত্ব

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকের ব্যাটিং বীরত্ব

এবার বিপিএলে দেশের তারকা ব্যাটসম্যানরা রান পাচ্ছিলেন না। মেহেদী হাসান মিরাজ প্রতিষ্ঠিত ব্যাটসম্যান না হলেও লোকালদের মধ্যে তিনিই প্রথম হাফ সেঞ্চুরি করেন। গতকাল করলেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। হাফ সেঞ্চুরি নয়, যাকে সেঞ্চুরির চেয়েও দামি ইনিংস বলা যায়। গতকাল শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৮৫ রানের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এবার খেলতে নেমেই ব্যাটিংয়ে রীতিমতো ঝড় তুললেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা। ২৬ বলে ৮ ছয় ৩ বাউন্ডারিতে তিনি অপরাজিত ৭৪ রান করেন।

থিসারার ব্যাটিং তাণ্ডব মনে হচ্ছিল চিটাগং ভাইকিংস হেরে যাবে। ২০ ওভারে শিশির ভেজা মাঠে ১৮৫ রান তোলাটা চাট্টিখানি কথা নয়। ৭৭ রানে ৪ উইকেট পড়ে যাওয়ায় কুমিল্লার জয়ের সম্ভাবনা জেগে উঠেছিল। কিন্তু মুশফিক একাই যেন একাশোতে একশ পরিণত হলেন। 

থিসারার ঝড় ম্লান হয়ে গেল মুশফিকের ব্যাটিং ম্যাজিকে। ৪১ বলে ৪ ছয় ও ৭ বাউন্ডারি হাঁকিয়ে ৭৫ রান তোলেন নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। তার অনবদ্য ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪ উইকেটে জয় পেয়ে চিটাগং ভাইকিংস।

মুশফিকের এই ক্যারিশমাতেই কুমিল্লার জয়ের আশা ভেঙে চুরমার হয়ে যায়। যোগ্য অধিনায়কের বীরত্বে দুই বল বাকি থাকতেই চিটাগং কিংস বিজয় উৎসবে মেতে উঠে।

আগের ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে টাই করে ম্যাচ জিতে চিটাগং। ফ্রাইলিঙ্কের অবিশ^াস্য অলরাউন্ডিং পারফরম্যান্সে সুপার ওভারে জয় পায় চিটাগং। সেই আত্মবিশ^াস নিয়ে গতকাল কুমিল্লার বিপক্ষে খেলতে নামে আসরে নিজেদের চার নম্বর ম্যাচ। তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরার কুমিল্লারও এটা চার নম্বর ম্যাচ। দুই দল মুখোমুখি হয়েছিল তৃতীয় জয়ের সন্ধানে। টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার সংগ্রহ ছিল ২০ ওভারে ১৮৪ রান। তামিম রান পাননি। ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস ভালো খেলতে খেলতে হঠাৎ মাসল পুল হয়ে মাঠের বাইরে চলে আসেন। স্ট্রেচারে মাঠের বাইরে আসার সময় তার নামের পাশে লেখা ছিল ৩৮ রানের জ¦লজ¦লে ইনিংস। শেষ দিকে থিসারা ছক্কার ফুলঝুড়ি ছোটান। ১৩.৩ ওভারে ক্রিজে নামেন থিসারা। ১৫.২, ১৫.৫ ও ১৫.৬ ওভারে তিন ছক্কা মারেন বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলামকে। চলতি আসরে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকানো থিসারা পেরেরা ১৯ নম্বর ওভারেও চারটি ছক্কা মারেন। প্রোটিয়াস পেসার ফ্রাইলিঙ্কের ওভারের দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে চারটি ছক্কা মারেন। আরেকটি ছক্কা মারেন আবু জায়েদ রাহীকে ১৭.৫ ওভারে। সব মিলিয়ে প্রথম খেলতে নেমেই চিটাগংয়ের বোলারদের নাভিশ্বাস তুলে ৭৪ রানের টর্নেডো ইনিংস খেলে দর্শক মাতিয়ে রাখেন পেরেরা। কিন্তু পেরারার হাসি কেড়ে নিলেন মুশফিক। চিটাগাং ভাইকিংসের হয়ে ২৭ বলে ৪৬ রান করেন আফগানিস্তানে মোহাম্মদ শেহজাদ। বাকিরা সুবিধা করতে পারেনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর