শিরোনাম
মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

লড়াই এবার সিলেটে

ক্রীড়া প্রতিবেদক

লড়াই এবার সিলেটে

সিলেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট সিক্সার্স নেমে পড়েছে অনুশীলনে। ঘাম ঝরাচ্ছেন দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা পর্বের শেষ দুদিন স্বপ্নের ক্রিকেট উপভোগ করেছেন মিরপুরের ক্রিকেটপ্রেমীরা। দেখেছেন সুপার ওভারে চিটাগং ভাইকিংসের অবিশ্বাস্য জয়। শেষ ম্যাচে ক্রিকেটপ্রেমীরা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন থিসারা পেরেরা ও মুশফিকুর রহিমের চার-ছক্কার দ্বৈরথ। দেখেছেন দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় জয়ের পথে থেকেও শেষ ওভারে রংপুর রাইডার্সের দুই দুটি হার। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে দর্শকের মন ভরিয়ে দিয়েছেন রিলে রুশো, হজরতউল্লাহ জাজাই, পুরানরা। তবে সবাইকে পেছনে ফেলেছেন অ্যালিস আল ইসলাম বিপিএলে নিজের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে। অবশ্য ২৪ ঘণ্টার মধ্যেই তার বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা দিয়ে আম্পায়াররা অন্ধকার দিকটাও দেখিয়ে দিয়েছেন ইসলামকে। ঢাকার প্রথম পর্ব শেষ। আজ শুরু হচ্ছে সিলেট পর্ব। পুণ্যভূমি সিলেটে চার দিনে ৮ ম্যাচ খেলবে সাত দল। স্বাগতিক সিলেট সিক্সার্স আবার টানা চারদিন খেলবে এখানে। বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের দুই খেলার প্রথমটি আগামীকাল সিলেটের বিপক্ষে এবং ১৯ জানুয়ারি একই দলের বিপক্ষে ফিরতি ম্যাচে মুখোমুখি হবেন মাশরাফিরা।

ঢাকা পর্বের ছয়দিনে খেলা হয়েছে ১২টি। সর্বোচ্চ ৫ ম্যাচ খেলেছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মাশরাফি, ক্রিস গেইল, রুশোরা প্রথম ম্যাচে ৩ উইকেটে হেরেছিলেন কুমিল্লা ভাইকিংসের কাছে। পরের দুই ম্যাচে খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে জয়ের পথে উঠে আসে। কিন্তু তৃতীয় ম্যাচে ২ রানের কষ্টার্জিত হার পায় ঢাকা ডায়নামাইটসের কাছে। ম্যাচটিতে মাশরাফিরা হেরেছিলেন চাকিংয়ের অভিযোগে দুষ্ট আল ইসলামের বোলিংয়ে। পঞ্চম ম্যাচও হারে শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য বোলিংয়ে। পাঁচ ম্যাচে তিন হারের পরও শীর্ষ চারে থাকার বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মাশরাফি, ‘গত আসরে প্রথম ৬ ম্যাচে তিন হার ছিল। তারপরও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও আত্মবিশ্বাসী।’ দুই জয় পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে রংপুরের ক্রিকেটাররা এগিয়ে। দলটির প্রোটিয়াস ক্রিকেটার রুশো দুই হাফ সেঞ্চুরিতে পাঁচ ম্যাচে রান করেছেন ২৩০। ১০ উইকেট নিয়ে সবার উপরে মাশরাফি। শফিউল ইসলাম সুহাসের উইকেট ৯টি। 

সাত দলের আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল সাকিব আল হাসান ও জাজাইয়ের ঢাকা ডায়নামাইটস। দলটি টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে। সিলেটে দলটি খেলবে আর দুই ম্যাচ। আগামীকাল রাজশাহী এবং পরের দিন মুখোমুখি হবে স্বাগতিক সিলেটের। দলটির সেরা ব্যাটিং পারফরমার আফগানিস্তানের তরুণ ব্যাটসম্যান জাজাই। ৪ ম্যাচের দুই হাফ সেঞ্চুরিতে আফগান তরুণের রান ১৪০। ঢাকা হারিয়েছে রাজশাহী, খুলনা, রংপুর ও সিলেটকে। ঢাকার সেরা দুই বোলার অধিনায়ক সাকিব ৭টি এবং আল ইসলাম ৫ উইকেট।

অপরাজিত ঢাকা ডায়নামাইটস। এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ৪ ম্যাচের সবগুলোতেই হেরেছে দলটি। সবচেয়ে দুঃখজনক  চিটাগং ভাইকিংসের বিপক্ষে সুপার ওভারের হারটি। ম্যাচটিতে শেষ ওভারে জয়ের জন্য চিটাগংয়ের দরকার ছিল ২০ রান। আরিফুলের ওভারে ৩ ছক্কায় ১৯ রান তুলে চিটাগং ম্যাচটি টাই করে। সুপার ওভারে ১২ রানের টার্গেটে হেরে যায় ১ রানে। ঢাকা পর্বের শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে চিটাগং জয় পায় মুশফিকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিকের ৭৫ রানের স্কোরটিই এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ ও রনি তালুকদার। ৪ ম্যাচে চিটাগং শুধুমাত্র হেরেছে সিলেট সিক্সার্সের কাছে। স্বাগতিক সিলেটের জয় এখন পর্যন্ত ওই একটিই। চিটাগং বাকি তিন ম্যাচে হারিয়েছে রংপুর, খুলনা ও কুমিল্লাকে। ২টি করে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও  রাজশাহী কিংস। স্টিভ  স্মিথ চলে যাওয়ার পর এসেছেন থিসারা পেরেরা। নিউজিল্যান্ড থেকে সকালে ঢাকায় পা রেখেই ছক্কার তুলে ৮ ছক্কা হাঁকান থিসারা। কুমিল্লার দুই জয় সিলেট ও রাজশাহীর বিপক্ষে। মেহেদী মিরাজের হাফসেঞ্চুরিতে আসরে প্রথম জয় পায় রাজশাহী।

সিলেট পর্ব শুরু আজ। শেষ হবে ১৯ জানুয়ারি চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স ম্যাচ দিয়ে। একদিনের বিরতি দিয়ে ঢাকায় তৃতীয় পর্ব শুরু হবে ২১ জানুয়ারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর