মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শিরোপা পুনরুদ্ধারের মিশন শেখ জামালের

ফেবারিটদের লিগ ভাবনা

রাশেদুর রহমান

শিরোপা পুনরুদ্ধারের মিশন শেখ জামালের

লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশের ফুটবলে অন্যতম সেরা দল। নতুন রূপে ফুটবলে আবির্ভাবের পর প্রথম বছরেই তারা পেশাদার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরও দুইবার লিগ শিরোপা ঘরে তুলেছে দলটা। গতবার রানার্সআপ হয়েছে লিগে। সফলতার তালিকায় আছে আরও অনেক কিছু। ফেডারেশন কাপ জিতেছে তিনবার। নেপালে জিতেছে বুদ্ধ সুব্বা গোল্ড কাপ ও পোখারা কাপ এবং ভুটানে জিতেছে কিংস কাপ। ভারতের আইএফএ শিল্ডে রানার্সআপ হয়েছে। এবারের মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়েছে ধানমন্ডি পাড়ার ক্লাবটি।

চলতি মৌসুমে ফেডারেশন কাপে সেমিফাইনাল খেলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে স্বাধীনতা কাপে ভালো করেনি। ফেবারিটের তালিকায় থাকা হলুদ জার্সিধারীরা গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছে গোল ব্যবধানে পিছিয়ে থাকায়। অবশ্য গত দুই টুর্নামেন্টের পারফরম্যান্স দিয়ে নিজেদের বিচার করছে না ক্লাবটি। শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান সাবেক দেশখ্যাত ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলছেন, ‘দুটা টুর্নামেন্ট খেলেছি এরই মধ্যে। এ দুটোতে ভালো করতে পারিনি। তবে আশা করি লিগে ভালো করতে পারব।’ কেন ভালো করতে পারেননি তারও ব্যাখ্যা দিলেন চুন্নু। ‘দুটা টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। তবে স্বীকার করতে হবে, ফুটবল গোলের খেলা। সেই গোলটাই পাইনি। অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। বিশেষ করে আর্জেন্টিনার লুসিয়ানো অনেক গোলই মিস করেছে। আমরা যে মানের আক্রমণভাগ গড়তে চেয়েছিলাম তাও গড়তে পারিনি। তবে আশা করি লিগে সব দুর্বলতা কাটিয়ে উঠতে পারব।’ শেখ জামালের প্রস্তুতি শুরু হয়েছিল গত জুনে। এরপর দুটা টুর্নামেন্টের মধ্য দিয়ে দলটা নিজেদের যাচাই করে নিয়েছে। দেশি-বিদেশি ফুটবলারদের নিয়ে এখন পূর্ণ প্রস্তুত দলটা। দলে ইনজুরি সমস্যা কিছুটা ছিল। গাম্বিয়ার বোজান এবং সলোমন কিং ইনজুরিতে ছিলেন। তবে তারা এখন পূর্ণ সুস্থ।

লিগে প্রথম ম্যাচটাই শেখ জামাল খেলবে নবাগত বসুন্ধরা কিংসের সঙ্গে। নবাগত হলেও দলের শক্তির বিচারে শীর্ষ ফেবারিট দল। এ কারণেই শেখ জামাল খুব সতর্ক। চুন্নু বলছেন, ‘লিগের প্রথম ম্যাচটাই খেলতে হবে বসুন্ধরা কিংসের সঙ্গে। ওরা অনেক শক্তিশালী দল। ফেডারেশন কাপে ফাইনাল খেলেছে। স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে। লিগেও অন্যতম ফেবারিট। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামব। প্রতিপক্ষ যেই হোক, আমাদের লক্ষ্য থাকবে জয়।’ এবারের লিগে ৫/৬টা ক্লাব শক্তিশালী দল গঠন করেছে বলে মন্তব্য করেন তিনি। শেখ জামাল ছাড়াও আবাহনী, বসুন্ধরা, সাইফ স্পোর্টিং, চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল এবারের লিগে ফেবারিট বলে মনে করেন চুন্নু। তাই বলে শেখ জামাল পিছিয়ে থাকবে না। ‘আমাদের লক্ষ্য লিগ শিরোপা পুনরুদ্ধার করা। আমি আশাবাদী দল নিয়ে। লিগ এটা লম্বা প্রক্রিয়া। দীর্ঘ সময় খেলতে হয়। এখানে যে দলের রিজার্ভ বেঞ্চ যত ভালো সে দলের ভালো করার সম্ভাবনা তত বেশি। নিজেদের ব্যাপারে বলতে পারি, আমাদের রিজার্ভ বেঞ্চ অনেক ভালো। তাদের উপর আস্থা আছে।’ তবে লিগটা বেশ চ্যালেঞ্জিং হবে বলেই ধারণা চুন্নুর। ‘বিভিন্ন ভেন্যুতে খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। বিশেষ করে দুই ম্যাচের মাঝখানে সময় খুব কম থাকাতে ফুটবলাররা বিশ্রাম কম পাবে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তিটা তাদের শরীরে থেকেই যাবে। আগে ঠিক হয়েছিল সাতদিনে একটা ম্যাচ হবে। এটা হলে ভালো হতো। কিন্তু তিন দিনে একটা ম্যাচ খেলা বেশ চ্যালেঞ্জিং হবে।’ এসব চ্যালেঞ্জে জয়ী হয়েই লিগটা ঘরে তুলতে বদ্ধ পরিকর শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সর্বশেষ খবর