শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রত্যাশা পূরণের অপেক্ষায় ভিলিয়ার্স

আসিফ ইকবাল, সিলেট থেকে

প্রত্যাশা পূরণের অপেক্ষায় ভিলিয়ার্স

কোচ টম মুডি স্পষ্ট করে জানিয়েছেন, জাদুর বাক্স নিয়ে আসেননি এবি ডি ভিলিয়ার্স! অস্ট্রেলিয়ান বংশোভূত কোচ মুডি ঠিক কিংবা ভুল- সময় বলবে। কিন্তু ডি ভিলিয়ার্স মানেই যে আকাশছোঁয়া প্রত্যাশা; বিশ্বসেরা ক্রিকেটার খুব ভালো করে জানেন সেটা। প্রত্যাশা পূরণের চাপ নিয়ে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান বিপিএলে আলো ছড়াবেন, এমনটাই চাওয়া বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের। বিপিএলের আকাশে সন্ধ্যা তারার মতো মুগ্ধতা ছড়ানোর আগে ‘৩৬০ ডিগ্রি’ ক্রিকেটারের উপস্থিতিতে পাল্টে গেছে বিপিএলের আবেদন। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অ্যালেক্স হেলসের দেখানো পথে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এখন সিলেটে। আগামীকাল সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠ মাতাতে আজ মাঠে নামছেন। মাঠের লড়াইয়ে নামার আগে মিডিয়ার মুখোমুখিতে রংপুর রাইডার্সকে নিয়ে প্রত্যাশা পূরণের কথা বললেন। স্বপ্ন পূরণের কথা বললেন।

সাত দলের বিপিএলের সিলেট পর্ব চলছে। আজ শেষ রাউন্ড। মাশরাফির দল রংপুর রাইডার্স এখন পর্যন্ত খেলেছে ৬ ম্যাচ। জয় সাকুল্যে দুটি। নক আউট পর্বে খেলতে বাকি ৬ ম্যাচে জিততেই হবে। আকাশসম চাপ গোটা দলের ওপর। তার ওপর দলের অন্যতম ভরসা ক্রিস গেইলের ব্যাটে রান নেই। রান নেই উপরের সারির ব্যাটসম্যানদের। গোটা দলকে একাই বহন করছেন ডি ভিলিয়ার্সের স্বদেশি রিলি রুশো। প্রতি ম্যাচে রান করছেন প্রোটিয়াস ক্রিকেটার। কিন্তু ফিনিশিংয়ের অভাবে উচ্ছ্বাসে মাততে পারছেন না। সিলেটের বিপক্ষে রংপুরের আজ সপ্তম ম্যাচ। এখান থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বসেরা ক্রিকেটার ডি ভিলিয়ার্সের ব্যাটের ছোঁয়ায়, ফিল্ডিং জাদুতে জয়োৎসবে মেতে ওঠার অপেক্ষায় রংপুর। আশাবাদী ডি ভিলিয়ার্সও, ‘রংপুরের হয়ে আমি এখনো খেলিনি। যদি সুযোগ পাই, তাহলে আজ আমার প্রথম ম্যাচ। ক্রিকেটারদের নামগুলোর দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন রংপুর খুবই শক্তিশালী ও ব্যালান্সড একটি দল। গত মৌসুমে রংপুর খুব ভালো ক্রিকেট খেলেছে। এখনো নক আউট পর্বে খেলার সুযোগ রয়েছে আমাদের। এজন্য পরের ৬ ম্যাচে আমাদের ভালো খেলতে হবে। আমি মনে করি আমরা বেশ ভালোভাবেই টুর্নামেন্টটি শেষ করব।’

৩৫ বছর বয়স্ক ডি ভিলিয়ার্স এবারই প্রথম বাংলাদেশে আসেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলে গেছেন। কিন্তু বিপিএলে এই প্রথম নাম লিখেছেন ১১৪ টেস্টে ৮৭৭৫ রান, ২২৮ ওয়ানডেতে ৯৫৭৭ রান ও ৭৮ টি-২০ ম্যাচে ১৬৭২ রান করা ডি ভিলিয়ার্স। অ্যাক্রোবেটিক ভঙ্গিমায় যে কোনো অ্যাঙ্গেলে বলকে পেটাতে সিদ্ধ ভিলিয়ার্স চার বছর আগে ক্যারিবীয় বোলারদের নাভিশ্বাস তুলেছিলেন মাত্র ৩১ বলে দ্রুততম সেঞ্চুরি করে। ৪৪ বলে ১৪৯ রানের হার না মানা ইনিংসটিতে ছিল ১৬টি ছক্কা। অসাধারণ স্ট্রোক প্লেয়ার বিপিএল খেলতে এসে আরও একবার আকাশঁছোয়া প্রত্যাশার মুখোমুখি। বিষয়টিকে উপভোগও করেন বলতে দ্বিধা করেননি, ‘পুরো ক্যারিয়ারে যখন যেখানে খেলেছি, আমার ওপর সবসময়ই দলগুলোর প্রত্যাশা ছিল। আমি এটা উপভোগ করি। জানি, এবারও আমার ওপর দলের সেই প্রত্যাশা। মনে রাখবেন, ক্রিকেট এমন একটি খেলা, আপনি চাইলেই প্রতি ম্যাচে পারফরম্যান্স করতে পারবেন না। সত্যি বলতে, আমি একজন বাস্তববাদী ক্রিকেটার। আমার চাওয়া-পাওয়া বেশি নয়। শুধু সুযোগ ও সময়মতো জ্বলে উঠতে চাই।’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত আসরে। এখন গোটা বিশ্ব ঘুরে ঘুরে খেলেন। আইপিএল, বিগ ব্যাশের অন্যতম তারকা ডি ভিলিয়ার্স পাকিস্তানে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ভাগ্যবান, তার ব্যাটিং শিল্প দেখার। বিপিএলে এবার প্রথম খেলবেন। দলে তার সঙ্গী ক্রিস গেইল, মাশরাফি, হেলসের মতো বিশ্ব মানের ক্রিকেটার। আইপিএল নিয়মিত খেলছেন বলে হঠাৎ করে বিপিএল খেলতে আসেননি ৩৬০ ডিগ্রি ক্রিকেটার। আইপিএল খেলা চলাকালীন বিভিন্ন ক্রিকেটারের কাছে বিপিএল সম্পর্কে জেনেই এসেছেন। বিপিএলে খেলতে এসে নিজেকে ভাগ্যবান মানছেন, ‘আইপিএল খেলার সময় বিভিন্ন ক্রিকেটারের কাছে বিপিএল সম্পর্কে শুনেছি। তারা আমাকে বলেছেন, বিপিএলে ভালোমানের ক্রিকেট হয়। টুর্নামেন্টটি বছর বছর শক্তিশালী হয়ে উঠছে। আমি খুবই খুশি বিপিএলে খেলতে আসতে পেরে।’ এক মাস ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ডি ভিলিয়ার্স। গত ডিসেম্বরের ১২ তারিখে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে স্পার্টানসের পক্ষে খেলেছিলেন ৯৩ রানের অপরাজিত ইনিংস। এবার বিপিএলে শুরু করবেন নতুন মৌসুম, ‘এখানে আসার আগে দক্ষিণ আফ্রিকায় মাঝানসি ক্রিকেট লিগ খেলে এসেছি। বলতেই পারেন, বিপিএল আমার নতুন মৌসুম। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ফিট থাকতে চাই। একইসঙ্গে ক্রিকেট নিয়ে ব্যস্তও থাকতে চাই। রংপুর রাইডার্স সত্যিই একটি ভালো দল। আশা করছি ভালোভাবেই টুর্নামেন্টটি শেষ করতে পারব।’

বিপিএলের উইকেট নিয়ে কম বেশি সমালোচনা হচ্ছেই। বিশেষ সিলেট পর্বে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্সের ম্যাচে যা একটু রান হয়েছিল। অপরাপর ম্যাচগুলোকে বোলারদের দাপটের কাছে অসহায়ত্ব প্রকাশ পেয়েছে ব্যাটসম্যানদের। ডি ভিলিয়ার্স মনে করছেন সিলেটের উইকেট এখন থেকে ভালো আচরণ করবে, ‘আমার মনে হয় উইকেট ভালো। কিছু টার্ন রয়েছে। এতে আমি কিছু মনে করছি না। আমি সবধরনের উইকেটে রান করতে পছন্দ করি। রংপুরের সর্বশেষ ম্যাচটি দেখেছি। উইকেটের আচরণকে ভালো মনে হয়েছে। আশা করছি পরের ম্যাচেও উইকেট ভালো আচরণ করবে।’

সর্বশেষ খবর