শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জয়ে অভিষেক বসুন্ধরা কিংসের

বসুন্ধরা কিংস ১ : ০ শেখ জামাল
আবাহনী ২ : ১ নোফেল

ক্রীড়া প্রতিবেদক

জয়ে অভিষেক বসুন্ধরা কিংসের

বসুন্ধরা কিংস ১ : ০ শেখ জামাল

দুই ফেবারিটের ম্যাচ। এ ম্যাচে একটু আধটু উত্তাপ ছড়াবে, এতে অবাক হওয়ার কিছু নেই! পেশাদার লিগের প্রথম দিনেই গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই ফেবারিট বসুন্ধরা কিংস এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। উত্তাপ ছড়ানো এ লড়াইয়ে ১-০ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। তবে প্রতিপক্ষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে তাদের। এদিকে লিগের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আকাশি-নীল জার্সিধারীরা ২-১ গোলে হারিয়েছে নবাগত নোফেল স্পোর্টিংকে। আবাহনীর পক্ষে দুটি গোল করেন রুবেল মিয়া ও ফয়সাল আহমেদ শীতল। নোফেলের পক্ষে গোলটি করেন কামরুল ইসলাম। বাংলাদেশের ফুটবলে ধূমকেতুর মতোই আগমন বসুন্ধরা কিংসের। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ জিতে পেশাদার লিগে উত্তীর্ণ হয়ে দুর্দান্ত এক দল গড়ে তোলে তারা। এরপর ফেডারেশন কাপ (রানার্সআপ) এবং স্বাধীনতা কাপে (চ্যাম্পিয়ন) নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেয় স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের দল। লিগেও অন্যতম ফেবারিট হিসেবে সবাই ধরে নেয় অভিষিক্ত দলটাকে। গতকাল ম্যাচে খেলতে নেমে অবশ্য প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি বসুন্ধরা কিংস। গোলের দেখা পায়নি তারা। তবে শেখ জামালও গোল পায়নি প্রথমার্ধে। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও নিজেদের ডিফেন্সের দিকে কড়া নজর রাখে বসুন্ধরা কিংস ও শেখ জামাল। তবে ম্যাচের ৬৫তম মিনিটে মারকোস ভিনিসাসকে আর রুখতে পারেনি ধানমন্ডি পাড়ার দলটি। ড্যানিয়েল কলিনড্রেসের এসিস্টে দারুণ এক গোলে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসাস। এই গোলটাই জয় উপহার দেয় নবাগতদের। তবে এ জয়ে স্প্যানিশ ডিফেন্ডার গোটরের অবদানও কম নয়। শেখ জামালের বেশ কয়েকটা আক্রমণ রুখে দিয়েছেন তিনি।

সর্বশেষ খবর