শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সিলেটকে দাঁড়াতেই দিল না ঢাকা

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

সিলেটকে দাঁড়াতেই দিল না ঢাকা

হাফসেঞ্চুরি করেই মাঠে সিজদা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরির পরও কখনো সিজদা দিতে দেখা যায়নি সাকিবকে। ম্যাচ শেষে জানা গেল সিজদার কারণ। গত দুই আসরে বিপিএলে পঞ্চাশোর্ধ কোনো ইনিংস ছিল না বিশ্বসেরা অলরাউন্ডারের। গতকাল স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে ৬ উইকেটে জয়ী ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার খেলেছেন ৬১ রানের হার না মানা ইনিংস। তার হাফসেঞ্চুরিতে ম্লান হয়েছে সিলেটের ডেভিড ওয়ার্নারের ৬৩ রানের ইনিংস। আগের ম্যাচে রাজশাহী কিংসের কাছে ২০ রানে হেরেছিল ঢাকা। ৪৮ ঘণ্টার মধ্যে ঘুরে দাঁড়িয়ে জয় দিয়ে সিলেট পর্ব শেষ করলেন সাকিবরা। সিলেট আজ মুখোমুখি হবে মাশরাফির রংপুর রাইডার্সের।

ঢাকার বিপক্ষে ওয়র্নার করেন ৬৩ রান। বিপিএলে ৬ ম্যাচে তার মোট রান ২০৪। ওয়র্নারে ৪৩ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে সিলেটের সংগ্রহ ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮। ওপেনার লিটন দাস ২৭ ও জাকির হোসেন খেলেন ২৫ রানের ইনিংস। ঢাকার পক্ষে বার্চ ৩টি ও সাকিব ২ উইকেট নেন। ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। চার নম্বর জুটিতে ৭৫ রান যোগ করে দলকে সহজ জয় উপহার দেন অধিনায়ক সাকিব। ৬১ রানের হার না মানা ইনিংসটি খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার ৪১ বলে ৮ চার ও ২ ছক্কায়। পঞ্চম উইকেট জুটিতে রাসেলের সঙ্গে যোগ করেন ৫১ রান। যাতে রাসেলের একাই ৪০ রান। ২১ বলের ইনিংসটিতে ছিল ৪টি বিশাল ছক্কা। যার দুটি আবার গ্যালারির ছাউনিতে গিয়ে পড়ে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসকে ৩ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনার ১৮১/৭ রানের জবাবে ২ বল হাতে রেখেই ১৮৬/৭ রান সংগ্রহ করে জয় তুলে নেয় কুমিল্লা।

সর্বশেষ খবর