শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সেই মেলবোর্নেই ভারতের আরেক ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক


সেই মেলবোর্নেই ভারতের আরেক ইতিহাস

‘মহেন্দ্র সিং ধোনির সময় নাকি ফুরিয়ে গেছে! ২০১৯ বিশ্বকাপে তার খেলার তো সুযোগ নেই-ই, তারপরও কেন অস্ট্রেলিয়া সফরের দলে?’ এমন আলোচনা ছিল ভারতজুড়েই। সেই কাঁধে সওয়ার হয়েই কিনা ইতিহাস গড়ল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজের শিরোপা জিতল। সিরিজের তিন ম্যাচেই হাফ সেঞ্চুরি। শেষ ম্যাচে ৮৭ রানের হার না মানা ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ২-১ ব্যবধানে সিরিজ জিতে ভারত। ধোনির সঙ্গে কেদার যাদবের ১২১ রানের অপরাজিত জুটিই ভারতকে পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে। তবে সিরিজ জয়ী এই ম্যাচে প্রধান নায়ক তো যুবেন্দ্র চাহাল। ভারতীয় এই স্পিনার মাত্র ৪২ রানে ৬ উইকেট নিয়েছেন। চাহালের বোলিং তোপের মুখে পড়েই তো ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম এমসিজিতে মাত্র ২৩০ রানে আটকে যায় অস্ট্রেলিয়া।  সিরিজ সেরা হয়েছেন ধোনি।

সর্বশেষ খবর