শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শ্বশুরবাড়িতে সাকিব

নরসিংদী প্রতিনিধি

শ্বশুরবাড়িতে সাকিব

নরসিংদীর মনোহরদীতে শ্বশুরের পৈতৃক ভিটায় এলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিয়ের ৬ বছর পর এই প্রথম তিনি শ্বশুর বাড়িতে এলেন। নিজ এলাকার জামাই সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্য শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও সাকিব আল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। টেস্ট ও টি-২০ বর্তমান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান তার শ্বশুর বাড়িতে আগমনে উচ্ছ্বসিত ছিল উপজেলাবাসী। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও জামাই সাকিবের আগমনকে ঘিরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়। মনোহরদীসহ বিভিন্ন অঞ্চলের সাকিব ভক্তরা সকাল থেকে তাকে দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। পরে সাকিবের শ্বশুরবাড়ি প্রাঙ্গনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেটার। তিনি আমাদের জামাতা। তাকে বরণ করে আমরা আনন্দিত। সাকিব বলেন, শ্বশুরবাড়িতে এসে আমি আনন্দিত। যে ভালোবাসা পেলাম তা ভোলবার নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর