শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দর্শকের ঢল সাগরিকায়

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

হাজার হাজার মানুষ সাগরিকা মোড় থেকে ছুটে চলেছে স্টেডিয়ামের দিকে। রাস্তার পাশে ফুটপাথে হকারদের কাছ থেকে কেউ কেউ কিনে নিচ্ছেন পছন্দের দলের নাম লেখা নানা রকমের হ্যাট। অনেকে মনের আনন্দে দলবেঁধে হাসতে হাসতে ছুটে চলেছেন। কারও আবার মন খারাপ। আলাপ করতেই বিষয়টা জানা গেল। অনেকের হাতেই টিকিট নেই। যারা টিকিট পেয়েছেন খুশিমনে স্টেডিয়ামের দিকে ছুটছেন। টিকিট মিলেনি এমনও অনেকে ছুটছেন। টিকিট নেই তো স্টেডিয়ামে যাচ্ছেন কেন ভাই? প্রশ্ন শুনে তরুণদের ছোট্ট দলের একজন দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখি কী হয়! টিকিট ছাড়াই কী তবে খেলা দেখবেন নাকি! দলের অন্যরা অবশ্য নিশ্চিন্ত। টিকিট ছাড়াই খেলা দেখার আশা তাদের মনে। স্টেডিয়ামের প্রবেশদ্বারে বিশাল লাইন। কড়া নিরাপত্তা প্রহরার মধ্যে চেকিংয়ের পর মাঠে প্রবেশাধিকার পেয়ে লাফিয়ে উঠছেন তারা দলবেঁধে। এ সময় স্টেডিয়ামের গ্যালারি থেকেও মুহুর্র্মুহু আনন্দধ্বনি শোনা গেল। উইকেটের পতন কিংবা চার-ছক্কার ঝড়, দর্শকদের উচ্ছ্বাস প্রকাশের জন্য কেবল একটা কারণ হলেই চলে। ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে কতটা আবেদনের তা বলার অপেক্ষা রাখে না। প্রতি মাসে, প্রতি সপ্তাহে, এমনকি প্রতিটি দিনই তারা এই খেলাটা নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠতে পারে পরম আবেগে। চট্টগ্রামে বিপিএল ফিরতেই দর্শকরা আবারও তার প্রমাণ দিল। তারা উৎসব করল। চট্টগ্রাম পরিণত হলো উৎসবের নগরীতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর