শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিদ্যুৎ বিভ্রাট স্টেডিয়ামে

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

বঙ্গোপসাগরে অর্ধেক ডুবেছে সূর্য। আলো-আঁধারির খেলা শুরু হয়ে গেছে সাগরিকায়। সিলেট সিক্সার্স আর রাজশাহী কিংসের খেলাটা চলছে তখনো। ফ্লাডলাইটের দেখা নেই। মাঠে দূরে থাক, স্টেডিয়ামজুড়ে তখন বৈদ্যুতিক কোনো আলো নেই। জায়ান্ট স্ক্রিন কালো হয়ে আছে। প্রেসবক্সে আলো নেই। ইন্টারনেট নেই। হঠাৎ করেই যেন বহু পুরনো কোনো যুগে চলে গেল সাগরিকা। যেখানে চোখের ওপরই নির্ভর করতে হতো আম্পায়ারকে। বিকাল চারটা বাইশ মিনিটে বিদ্যুৎ চলে যায়। ফিরে পাঁচটা পাঁচে। ৪৩ মিনিটের ব্ল্যাকআউট! পুরনো স্মৃতিই যেন ফিরিয়ে আনল সাগরিকা। এর আগেও কয়েবার চট্টগ্রামে আলো-আঁধারির খেলা চলেছে। সেই খেলায় লোকসান হয়েছিল বাংলাদেশেরই। গতকাল বিদ্যুৎ চলে যাওয়ার কারণ হিসেবে পিডিবির প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেছেন, ‘বিদ্যুৎ চলে যাওয়াটা পিডিবির কোনো সমস্যা নয়। এটা সম্পূর্ণ স্টেডিয়ামের নিজস্ব সমস্যা। ওদের নিজস্ব সার্কিট ব্রেকারে সমস্যা থাকায় সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।’ সমস্যা যারই হোক, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার আগেই যে বিদ্যুৎ ফিরেছে এতেই স্বস্তি! রাতের অন্ধকারে খেলা বন্ধ হয়নি এতেই স্বস্তি!

সর্বশেষ খবর