রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তবু হতাশ জহির

জাতীয় অ্যাথলেটিক্স

ক্রীড়া প্রতিবেদক

আগের দিন ৪০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ভাঙেন ৩২ বছরের পুরনো রেকর্ড। জহির রায়হান গতকাল জিতে নিয়েছেন ২০০ মিটারের সোনা। কিন্তু তাতে তৃপ্ত নন বিকেএসপির ছাত্র। ২১.৭৮ সেকেন্ড সময়ে সোনা জিতলেও জাতীয় রেকর্ড করতে না পারায় হতাশ। ২০০ মিটারের রেকর্ড মাহাবুব আলমের। ১৯৯৫ সালে মাদ্রাস সাফ গেমসে ২১.১৫ সেকেন্ড সময়ে সোনা জিতে রেকর্ডটি গড়েছিলেন প্রয়াত মাহাবুব। গত জুলাইয়ে সামার মিটেও ২০০ মিটারে ২১.৭০ সেকেন্ডে সোনা জিতেছিলেন জহির। মহিলাদের ২০০ মিটারে সোনা জিতেছেন সোহাগী আক্তার। ৪২তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২৫.০৬ সেকেন্ড সময়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে ২০০ মিটারে সোনা জিতেছেন সোহাগী।

গত জুলাইয়েও ২৫.১০ সেকেন্ড সময়ে সামার মিটে সোনা জিতেছিলেন সোহাগী। গতকাল সন্ধ্যায় তিনি ভেঙেছেন জাকিয়া সুলতানার ২৫.১৩ সেকেন্ড সময়ের রেকর্ড। সোহাগীর এখন টার্গেট ১০০ মিটার, ‘আমার  টার্গেট দেশের দ্রুততম মানবী হওয়া।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর