রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ক্রিকেটে রাইডার্স, ফুটবলে কিংস

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটে রাইডার্স, ফুটবলে কিংস

খেলা দুটি নাম একটিই। একটি ক্রিকেটের, আরেকটি ফুটবলের। ফ্রাঞ্চাইজি টি-২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগের সংক্ষিপ্ত নাম বিপিএল। অন্যদিকে পেশাদার ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নামও বিপিএল। ঘরোয়া দুই আসরকে ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ নেই। তবে দুই বিপিএলে দর্শকের চোখ থাকে রংপুর রাইডার্স ও বসুন্ধরা কিংসের দিকে। টি-২০ আসরে বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটা ভালো না হলেও এখন ভালোভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে। শুধু ঘুরে দাঁড়ানো বললে ভুল হবে। মাশরাফিদের ব্যাট-বলের দুরন্ত পারফরম্যান্স দর্শকরা উপভোগ করছে।

ক্রিকেট বিপিএলে রংপুর রাইডার্স নতুন দল নয়। কিন্তু ফুটবল বিপিএলে বসুন্ধরা কিংস এবারই প্রথম খেলছে। গতবার চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠে এসেছে। অভিষেক আসরেই তারা স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস লিখে ফেলেছে। এর আগে ফুটবলে কোনো দলই নবাগত হিসেবে কোনো ট্রফিই জিততে পারেনি। ফেডারেশন কাপেও ফাইনালে খেলেছে কিংস।

রংপুর রাইডার্স আগে থেকেই বিপিএল খেললেও দর্শকদের নজরে কাড়ে গতবারই। মাশরাফির যোগ্য নেতৃত্ব। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককুলামের ঝড়ো ব্যাটিংয়ে শিরোপার হাসি হেসেছে তারা। অথচ এক সময়ে মনে হচ্ছিল রাইডার্স সুপারফোরেও টিকবে কিনা। সব হতাশাকে দূরে ঠেলে দিয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠে রাইডার্স। কোয়ালিফায়ারে খুলনা টাইটানসকে নিয়ে ছেলেখেলা খেলে মাশরাফিরা। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে বিধ্বস্ত করে প্রথমবারের মতো শিরোপার হাসি হাসে রংপুর।

এবার চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছিল হার দিয়ে। চিটাগং ভাইকিংসের সামনে ব্যাটিংয়ে জ্বলে উঠতে পারেনি রংপুর। এরপর টানা দুই ম্যাচ জিতলেও পরে হারের বৃত্তে আটকে যায়। অবশ্য দুটো জেতা ম্যাচ হাত ছাড়া করে শেষের দিকে এসে। মাশরাফি ও শফিউল দুর্দান্ত বোলিং করলেও ব্যাটিংয়ে সেভাবে জ্বলে উঠতে পারছিল না। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রিলে রুশো প্রতিপক্ষ  বোলারদের কোণঠাসা করে রাখলেও ওভার বাউন্ডারি হাঁকানো মাস্টার ক্রিস গেইল ছিলেন একেবারে ম্লান।

ডি ভিলিয়ার্স যোগ দেওয়ার পরই পাল্টে যায় চ্যাম্পিয়নদের চেহারা। ছন্দে ফিরে রাইডার্স। চেনা চেহারায় দেখা যায় গেইলকেও। সিলেটে জয় নিয়ে ফিরে ঢাকাতেও জয়। চট্টগ্রামে চট্টগ্রাম ভাইকিংসকে রীতিমতো উড়িয়ে দেয় রাইডার্স। অ্যালেক্স হেইলস ও রিলে রুশোর ঝড়ো ব্যাটিংয়ে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ২৩৯ রানের ইনিংস গড়ে রাইডার্স। দুজন শতক হাঁকিয়ে বিপিএলে জোড়া সেঞ্চুরির রেকর্ডও গড়েন।

পয়েন্ট টেবিলে রংপুর এখনো শীর্ষে নয়। তবে যে ফর্ম ফিরে পেয়েছে। তা ধরে রাখতে পারলে সুপার ফোর নয় বিপিএলের ট্রফি রংপুরের ঘরে উঠার সম্ভাবনা বেশি। বিপিএলে তারকার ছড়াছড়ি। তবে সবার চোখ রংপুরের দিকে। রুশো, হেইল, ভিলিয়ার্স ও গেইল। সেই সঙ্গে মাশরাফির জাদুকরি বোলিংয়ে রংপুর এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।

আসা যাক ফুটবলের বিপিএলে। স্বাধীনতা কাপে ইতিহাস গড়েই প্রিমিয়ার লিগে খেলতে নেমেছে বসুন্ধরা কিংস। শুরুতেই ফেবারিট শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে। পরের ম্যাচে চমকে দেওয়ার মতো জয়। সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়ে ঢাকা আবাহনী অনেকটা ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। এবারও তারা হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখছে।

এই টার্গেটে পৌঁছানোটা যে সহজ হবে না তা হাড়ে হাড়ে টের পেয়েছে আবাহনী। প্রথম ম্যাচে দুর্বল নফেলের কাছে ঘাম ঝরানো জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচে আর দাঁড়াতেই পারেনি। নীলফামারীতে ঘরের মাঠে বসুন্ধরা কিংস তাদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। ২০ বছর পর আবাহনী এমন হারের লজ্জায় ডুবল।

শিরোপার রাস্তা এখনো অনেক বাকি। হাঁটতে হবে বহুদূর। তারপরও আবাহনীর মতো সেরা দলকে ৩-০ গোলে হারানোটা সামনে অনুপ্রেরণা জোগাবে কিংসকে। বিশ্বকাপের তারকা কলিনড্রেস, মার্কোস ভিনিয়ার্স, মতিন মিয়া, নাসিররা যেভাবে খেলছে তাতে নতুন দল হলেও লিগের শুরুতে নজর কেড়েছে বসুন্ধরা কিংস। স্প্যানিশ কোচ শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট। তার আশা সামনে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে কিংস। এক ইতিহাস লিখে আরেক ইতিহাস লিখতে পারবে কিনা তা সময় বলে দেবে।

সর্বশেষ খবর