শিরোনাম
রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

গ্যাবায় সফরকারী শ্রীলঙ্কাকে ইনিংস ও ৪০ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৪৪ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ১৩৯ রানে। সর্বোচ্চ ৩২ রান এসেছে থিরিমান্নে। মাত্র ২৩ রানে ৬ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। প্রথম ইনিংসেও চার উইকেট নিয়েছেন এই অসি বোলার। দুই ইনিংস মিলে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। ব্রিজবেনে ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। এই সপ্তাহে যে কষ্ট করেছি এটা তারই ফল। প্রত্যেকের দারুণ পারফর্ম করেছেন। আমরা উইকেট থেকেও দারুণ সহায়তা পেয়েছি। কিউরেটরকে ধন্যবাদ। সত্যিই অসাধারণ উইকেট। আমি বোলিং খুবই উপভোগ করেছি।

 আমরা প্রতিপক্ষের ওপর অনেক বেশি চাপ প্রয়োগ করতে পেরেছিলাম। তবে আমার বোলিংয়ে আমি খুবই খুশি।’

অধিনায়ক টিম পেইন বলেন, ‘আমাদের দলটি খুবই তরুণ। ধীরে ধীরে সবাই ভালো করছে। ধীরে ধীরে  আমাদের আত্মবিশ্বাসও বাড়ছে। ভারতের বিরুদ্ধে সিরিজের পর আমরা খুবই হতাশ হয়ে পড়েছিলাম। আমরা বুঝতেই পারছিলাম না আমাদের কী করা উচিত। তবে এই ম্যাচে আমরা ছন্দে ফিরেছি। এখন আমাদের লক্ষ্য থাকবে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা।’

ইনিংস ব্যবধানে হেরে গিয়ে খুবই হতাশ লঙ্কান দলপতি দিনেশ চন্ডিমাল। এমন লজ্জার হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করেছেন। চন্ডিমাল বলেন, ‘গ্যাবায় ফাস্ট বোলাররা সব সময় বাড়তি সুবিধা পায়। তবে আমাদের ব্যাটসম্যানরা অনেক বেশি বাজে ব্যাটিং করেছেন। এমন ব্যাটিং করলে যেকোনো উইকেটেই হারতে হবে।’

সর্বশেষ খবর