সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

টাইটানসের বিপক্ষেও সতর্ক ভিক্টোরিয়ান্স

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

টাইটানসের বিপক্ষেও সতর্ক ভিক্টোরিয়ান্স

প্রতিপক্ষ খুলনা টাইটানস। বিপিএল সিক্স থেকে প্রথম দল হিসেবে যাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু তাই বলে ম্যাচটার গুরুত্ব মোটেও কমছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। গতকাল সময়মতো হাজির হয়েছে তারা অনুশীলনে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কঠোর অনুশীলন করলেন তারা। প্রস্তুত করলেন নিজেদের। অবশ্য দলের অন্যতম তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি ছিলেন না অনুশীলনে। তিনি ঢাকা থেকে গতকালই চট্টগ্রামে পৌঁছেছেন। খুলনার বিপক্ষে জয়ের জন্য বদ্ধপরিকর কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএল সিক্সের ডাবল রাউন্ড রবিন পর্বটা শেষ হওয়ার পথে। তবে এখনো শীর্ষ চার দল নিয়ে অনেক বিতর্ক থাকছে। এমনকি ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চিটাগং ভাইকিংসও খুব একটা নিরাপদ নয়। ঢাকা ডাইনামাইটস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংসের সংগ্রহ ১০ পয়েন্ট করে। তবে রান রেটে এগিয়ে থাকায় ঢাকা দুই, রংপুর তিন এবং কুমিল্লা চারে অবস্থান করছে। এই ব্যবধান অবশ্য ঘুচে যেতে পারে সহজেই! কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য তাই খুলনা ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। এমনটাই বলে গেলেন দলের সহকারী কোচ সোহেল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের হাতে চারটা ম্যাচ আছে। ম্যাচ বাই ম্যাচ জিতে এগিয়ে যেতে চাই। কাল (আজ) খুলনার বিপক্ষে ম্যাচ। তারা বিদায় নিলেও কম শক্তিশালী দল নয়। হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়েই খেলব।’ কুমিল্লার অন্যতম ব্যাটসম্যান এভিন লুইস দলে থেকেও যেন নেই। বেশ কয়েকটা ম্যাচেই তিনি খেলেননি। এরও ব্যাখ্যাটা দেন সোহেল ইসলাম। তিনি বলেন, ‘এভিন লুইস দলে আছেন। তিনি সুযোগ পেলে খেলবেন। এমনিতে কোনো সমস্যা নেই। টিম কম্বিনেশনের প্রয়োজনে তাকে বাইরে থাকতে হয়েছে। প্রতিপক্ষ কে তা দেখেই আমরা টিম সাজাই।

সর্বশেষ খবর