সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের ম্যাগাজিন হুইসেলের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা কিংসের ম্যাগাজিন হুইসেলের মোড়ক উন্মোচন

দেশের ফুটবলের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠার পর থেকেই অগ্রণী ভূমিকা রেখে চলেছে বসুন্ধরা কিংস। ফের প্রাণ ফিরে পাচ্ছে দেশের সর্বাধিক জনপ্রিয় খেলাটি। ফুটবলের উন্নয়নে বসুন্ধরা কিংসের পথচলায় এবার যোগ হলো একটি নতুন উদ্যোগ। প্রকাশিত হলো বসুন্ধরা কিংসের ফুটবলকেন্দ্রিক ত্রৈমাসিক ম্যাগাজিন ‘হুইসেল’। এটিই দেশের প্রথম ফুটবল সাময়িকী। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা কিংস ক্লাবে ফিতা কেটে ‘হুইসেল’ এর প্রথম প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের প্রেস ও মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বসুন্ধরা কিংসের সভাপতি ও ম্যাগাজিনটির সম্পাদক মো. ইমরুল হাসান, নিউজ টোয়েন্টিফোরের ইনচার্জ হাসনাইন খুরশিদ, বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ প্রমুখ। ‘হুইসেল’ প্রকাশ প্রসঙ্গে ম্যাগাজিনটির সম্পাদক মো. ইমরুল হাসান বলেন, এক সময় ফুটবলে মেতে উঠত পুরো দেশ। দেশের সর্বাধিক জনপ্রিয় খেলাটিতে ফের প্রাণ ফিরিয়ে আনতেই প্রতিষ্ঠিত হয়েছে বসুন্ধরা কিংস। মাঠের পাশাপাশি ফুটবলকে মানুষের আরও কাছে পৌঁছে দিতেই এই ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। একটা সময় আবাহনী, মোহামেডানসহ ক্লাবগুলোর মধ্যে ফুটবল খেলা নিয়ে  দেশব্যাপী উৎসবের আমেজ বিরাজ করত। বর্তমান বাস্তবতায় বাংলাদেশ থেকে খেলাটি হারিয়ে যাচ্ছিল বলা যায়। বসুন্ধরা গ্রুপ সেই জায়গাটিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ‘বসুন্ধরা কিংস’ ও ‘হুইসেল’ সেই প্রক্রিয়ারই অংশ। কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, আবাহনী- মোহামেডানের মধ্যকার খেলা দেখতে এক সময় স্টেডিয়ামে ঢোকার সুযোগ পাওয়া যেত না। খেলা নিয়ে যে মারামারি, উত্তেজনা হতো সেটাও আমরা উপভোগ করতাম। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। তাদের এ যাত্রা সফল হোক।

সর্বশেষ খবর