সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইংল্যান্ডকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ইনিংসেই হেরে গিয়েছিল সফরকারী ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে হিমালয়সম টার্গেট ছুঁড়ে সফরকারীদের আরেকবার পাথর চাপা দিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে সফরকারীদের গুড়িয়ে দিয়েছিলেন ফাস্ট বোলার কেমার রোচ। দ্বিতীয় ইনিংসে ইংলিশদের ঘূর্ণির মায়ায় বিধ্বস্ত করেছেন স্পিনার রোস্টন চেইজ। তার ঘূর্ণিতে ৬২৮ রানের টার্গেটে খেলতে নেমে ২৪৬ রানের বিধ্বস্ত হয় ইংল্যান্ড। চেইজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৮১ রানের পর্বতসমান জয়ে তিন টেস্ট সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্ট সেরা হয়েছেন জেসন হোল্ডার।        

প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২৮৯ রান। জবাবে রোচের সুইং ও গতিতে নাকাল হয়ে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ২১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বিপর্যয়ে পরে স্বাগতিকরা। ১২০ রানে ৬ উইকেটের পতনের পর দলের হাল ধরেন হোল্ডার। সপ্তম উইকেট জুটিতে ডওরিচের সঙ্গে ২৯৫ রান যোগ করেন। হোল্ডার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ইনিংস খেলে অপরাজিত থাকেন ২০২ রানে। ডওরিচ খেলেন ১১৭ রানের অপরাজিত ইনিংস। দুজনের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪১৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ৬২৮ রানের টার্গেটে খেলতে নেমে ৪ উইকেটে ২১৪ রান তুলে দিন পার করে ইংল্যান্ড। গতকাল চেইজ তার ঘূর্ণির মায়ায় নাভিশ্বাস তুলে ২৪৬ রানে গুটিয়ে দেন ইংল্যান্ডকে। চেইজ ক্যারিয়ার সেরা বোলিং করে ৬০ রানের খরচে নেন ৮ উইকেট। যা ক্যারিবীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে অস্টম সেরা বোলিং স্পেল।

সর্বশেষ খবর