শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত

প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত

বছরটি বিশ্বকাপের। বিভিন্ন টুর্নামেন্ট ও সিরিজ খেলে প্রস্তুতি সেরে নিচ্ছে দেশগুলো। বাংলাদেশে এখন চলছে বিপিএল। এরপর নিউজিল্যান্ড যাবে খেলতে। বিশ্বকাপ ক্রিকেট শুরু ৩০ মে। তার প্রস্তুতি নিতে মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা তিন জাতির টুর্নামেন্ট খেলবেন আয়ারল্যান্ডে। ক্রিকেট মহাযজ্ঞে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের মহারণে নামার আগে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটিতে মাশরাফিদের প্রতিপক্ষ দুই বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। ২৬ মে পাকিস্তান এবং ২৮ মে ভারতের বিপক্ষে ম্যাচ দুটির ভেন্যু কার্ডিফ। কার্ডিফ বরাবরই বাংলাদেশের পয়মন্ত ভেন্যু। ২০০৫ সালে ন্যাটওয়েস্ট ট্রফিতে এই কার্ডিফেই আশরাফুলের অবিশ্বাস্য সেঞ্চুরিতে টাইগাররা হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মাঠেই নিউজিল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করেছিল সেমিফাইনাল। বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষেও ক্রিকেট লড়াইয়ে নামবে বাংলাদেশ। ক্রিকেট মহাযজ্ঞে ভারতের বিপক্ষে ম্যাচ ২ জুলাই এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ৫ জুলাই। ২ জুন দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ৫ জুন নিউজিল্যান্ড, ৮ জুন স্বাগতিক ইংল্যান্ড, ১১ জুন শ্রীলঙ্কা, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ, ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারত ও ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে বাকি ম্যাচগুলো।

সর্বশেষ খবর