শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ক্যান্সার রোগীদের পাশে রংপুর রাইডার্স

রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী বলেন, ‘আমরা অনেক দিন ধরে এ ধরনের আয়োজনের কথা চিন্তা করছিলাম

ক্রীড়া প্রতিবেদক

ক্যান্সার রোগীদের পাশে রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স বাংলাদেশের ক্রিকেটভক্তদের মন জয় করেছে অনেক আগেই। বিপিএল সিক্সেও দেখা যাচ্ছে তার প্রভাব। রংপুরের খেলা থাকলে মাঠের ভিড়টা কয়েকগুণ বেড়ে যায়। রংপুর রাইডার্স কেবল ক্রিকেট দিয়েই নয়, সামাজিক কর্মকাে র মাধ্যমেও মানুষের মন জয় করছে। এবার তারা ক্যান্সারে আক্রান্তদের পাশে দাঁড়াল। বাংলাদেশ ক্যান্সার এইড ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে এক র‌্যালি ও সিক্স-এ-সাইড টুর্নামেন্টের আয়োজন করে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজ থেকে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ানো নিয়ে একটি ভিডিও পোস্ট করে রাইডার্স। এ পোস্টের মাধ্যমেই ক্যান্সার রোগীদের ফান্ড রাইজিংয়ের ঘোষণা দেওয়া হয়। রংপুর রাইডার্সের এই আয়োজনে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে একাত্মতা ঘোষণা করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা ক্রিকেটার তামিম ইকবালও। গতকাল প্রীতি ম্যাচ এবং র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক, দলের তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারা, শন উইলিয়ামস, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, কোচ টম মুডিসহ আরও অনেকে। র‌্যালিটি গুলশান ইয়ুথ ক্লাব সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ক্রিকেটাররা জানান, এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে তারা আনন্দিত। রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী বলেন, ‘আমরা অনেক দিন ধরে এ ধরনের আয়োজনের কথা চিন্তা করছিলাম। আজ (গতকাল) আয়োজনটা করতে পেরে খুব ভালো লাগছে। এখান থেকে অর্জিত অর্থ আমরা সরাসরি ক্যান্সারে আক্রান্ত রোগীদের পেছনে খরচ করব। বাংলাদেশের সব বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের উচিত ক্যান্সারে আক্রান্ত রোগীদের পাশে এসে দাঁড়ানো।’ এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলদেশ ক্যান্সার এইড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাজমুস আহমেদ। র‌্যালি শেষে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা একটি প্রীতি ম্যাচে অংশ নেন।

সর্বশেষ খবর