শিরোনাম
শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আবাহনী ও শেখ জামাল মাঠে নামছে আজ

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী ও শেখ জামাল মাঠে নামছে আজ

টানা তিন ম্যাচে জয় পেয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শীর্ষে অবস্থান করছে নবাগত বসুন্ধরা কিংস। শেখ রাসেল ক্রীড়াচক্রও এখন পর্যন্ত পয়েন্ট নষ্ট করেনি। দুই ম্যাচ জিতে তারা ছয় পয়েন্ট সংগ্রহ করেছে। দুই দিন বিরতি দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে লিগের চতুর্থ রাউন্ড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লড়বে রহমতগঞ্জ মুসলিম ফেন্ডর্স সোসাইটির বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। এদিকে বর্তমান লিগ রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবও আজ মাঠে নামবে। নোয়াখালী শহীদ বুলু স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ টিম বিজেএমসি। ঢাকা আবাহনী তিন ম্যাচে নোফেল স্পোর্টিং ও মুক্তিযোদ্ধার বিপক্ষে জয় পেলেও বসুন্ধরা কিংসের কাছে হার মেনেছে। অন্যদিকে রহমতগঞ্জ প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরে যায়। তবে পরের দুই ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের সঙ্গে ড্র করেছে। রহমতগঞ্জ বরাবরই বড় দলকে হোঁচট দেয়। সেই ক্ষেত্রে ফেবারিট হলেও আজকের ম্যাচে আবাহনীকে সতর্ক হয়ে খেলতে হবে।

শেখ জামালের শুরুটা ভালো নয়। বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধার কাছে টানা দুই ম্যাচ হেরে যায়। তৃতীয় ম্যাচে আবার রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছে। অতিথি হলেও নোয়াখালীতে আজ জয়ের জন্য মরিয়া হয়ে লড়বে শেখ জামাল।

প্রথম ম্যাচে টিম বিজেএমসি ২-১ গোলে হারে মোহামেডানের কাছে। দ্বিতীয় ম্যাচও হারে সাইফের কাছে। তবে তৃতীয় ম্যাচ চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করেছে। লিগে আরেক ফেবারিট দল শেখ রাসেল ক্রীড়াচক্র টানা দুই ম্যাচ জিতেছে। ৪ ফেব্রুয়ারি সিলেটের নিজ ভেন্যুতে তারা লড়বে ঢাকা মোহামেডানের বিপক্ষে। শক্তি পার্থক্যে এবার শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে বসুন্ধরা কিংস, শেখ রাসেল, ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের। সাইফ গত ম্যাচে আরামবাগের কাছে হেরে যায়।

সর্বশেষ খবর