শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দ্বিতীয় টেস্টে বিপাকে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ব্রিজটাউন টেস্টে ধরাশায়ী হওয়ার পর ঘুরে দাঁড়াতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় টেস্টেও ইংলিশদের শুরুটা ভালো হয়নি। চার পেসার কেমার রোচ, শ্যানল গ্যাব্রিয়েল, আল ঝারি জোসেফ এবং জেসন হোল্ডারের সম্মিলিত আক্রমণে অ্যান্টিগায় প্রথম ইনিংসে ১৮৭ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

 জবাবে বৃহস্পতিবার প্রথম দিনে বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

টসে হেরে ব্যাট করতে নেমেই রেকর্ডের পাতায় নাম তুলে ফেলেন দুই ওপেনার জো ডেনলি এবং রবি বার্নস। তবে তাদের কৃতিত্ব ক্ষণস্থায়ী। পুরো কৃতিত্বটাই উইন্ডিজ পেসার রোচ ও গ্যাব্রিয়েলের। নিজের অভিষেক ম্যাচে খেলতে নামা ডেনলি মেইড্রেন দেন গ্যাব্রিয়েলের ২ ওভার। বার্নস কাটিয়ে দেন রোচের ২ ওভার। ৪ ওভার শেষে ইংল্যান্ডের রান দাঁড়ায় বিনা উইকেটে শূন্য।

শুরুর ধাক্কা নিজেদের পুরো ইনিংসেই টেনে নেয় ইংলিশরা। পঞ্চম ওভারেই ৪ রান করে ফিরে যান রবি বার্নস। দশম ওভারে সাজঘরে ফেরেন ডেনলি ১৫ করে। এভাবেই ইংলিশদের উইকেটের পতন ঘটে। কেমার ৪, গ্যাব্রিয়েল ৩, জোসেফ ২ এবং হোল্ডার ১ উইকেট নেন।

সর্বশেষ খবর