মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফাইনালে কুমিল্লা অপেক্ষায় রংপুর

আসিফ ইকবাল

ফাইনালে কুমিল্লা অপেক্ষায় রংপুর

হাফসেঞ্চুরির পর দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন এভিন লুইস। তার অপরাজিত ৭১ রানের ইনিংসই কুমিল্লাকে সহজ জয় উপহার দিয়েছে -রোহেত রাজীব

হেরে বিপিএলের চলতি অধ্যায় শেষ চিটাগং ভাইকিংসের। মুশফিকুর রহিমের দলকে অপেক্ষায় থাকতে হবে আগামী বছরের। একই দিন সন্ধ্যায় হেরেও ফাইনালের সুযোগ টিকে আছে রংপুর রাইডার্সের। অপেক্ষা করতে হচ্ছে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল এজন্য হারাতে হবে গত আসরের ফাইনালিস্ট সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে। মাশরাফির রংপুরকে হারিয়ে সবার আগে বিপিএলের ৬ নম্বর আসরের ফাইনালে উঠেছে ইমরুল কায়েস, তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা জিততে কুমিল্লার প্রতিপক্ষ হতে আগামীকাল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নাইমাইটস। প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা। তারপরও টানা দ্বিতীয় ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লার কাছে ৮ উইকেটে হারের ম্যাচে সতীর্থদের কাউকে দোষারোপ করেননি। রাতের উইকেটে জমাটি লড়াইয়ে জন্য স্কোর বোর্ডে আরও ১৫-২০ রান বেশি থাকলে ভালো হতো মনে করেন। এজন্য প্রথম ৬ ওভারের পাওয়ার প্লে-ও স্কোর (৩৪) কম ছিল বলেন মাশরাফি।      

লিগ পর্বের দুই ম্যাচেই সহজ জয়। শয়ের (৬৩ ও ৭২) নিচে গুটিয়ে ৯ উইকেটের বড় জয়ের আত্মবিশ^াস নিয়ে গতকাল প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হয় কুমিল্লার। টস জিতে বড় টার্গেট ছুড়ে দিতেই ব্যাটিং করেন মাশরাফি। বেনি হাওয়েলের ঝড়ো ৫৩ রানে ভর করে ৫ উইকেটে ১৬৫ রানের স্কোর গড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু স্কোরটি যে, এনামুল হক বিজয়, তামিম, এভিন লুইসদের জন্য পাহাড়সম ছিল না। মাশরাফি, শফিউল, রবি বোপারা, সোহাগ গাজী, ফরহাদ রেজাদের বোলিংকে সাধারণ মানে নামিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে দ্বিতীয় শিরোপা জিততে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা। স্কোরটি আরেকটু বড় হলে লড়াই ভালো হতো মনে করেন অধিনায়ক মাশরাফি, ‘১৬৫ রান খুব ছোট স্কোর আমি বলব না। আরও ১৫-২০ রান বেশি হলে লড়াই করা যেত। এজন্য আমি প্রথম ৬ ওভারের ব্যাটিংকে দুষব। যদি পাওয়ার প্লেতে আমরা বেশি রান করতাম, তাহলে স্কোরও বেশি হতো।’

আগের দুই ম্যাচে কুমিল্লার বিপক্ষে খেলেছিলেন অ্যালেক্স হাওয়েল ও ‘মি. ৩৬০ ডিগ্রি’ এবি ডি ভিলিয়ার্স। যদিও তাদের খুব বেশি সহায়তা করতে হয়নি বাট হাতে। গতকাল শীতের সন্ধ্যায় অলিখিত সেমিফাইনালে এই দুই ক্রিকেটারকে ছাড়া ব্যাটিং করে রংপুর। আগের ম্যাচগুলোর মতো গতকালও জ¦লে উঠতে পারেননি দলের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল। অথচ গত আসরে রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ক্যারিবীয় দানবের দুই দুটি সেঞ্চুরির অবদান ছিল শতভাগ। গতকাল ৪৬ রানের ইনিংস খেলেন মাত্র ৪৪ বলে। তার এই অফ ফর্মের চিন্তায় ব্যস্ত নন মাশরাফি, ‘গেইল রান করলে অবশ্যই আমাদের জন্য অনেক কিছু। তিনি রান পাচ্ছেন না। সেটা আমাদের সহায়ক হচ্ছে না। তবে গত বছরও কিন্তু এমনই ছিল। তারপর সময় মতো জ¦লে উঠেছেন। আমি আশা করি পরের ম্যাচে গেইল জ¦লে উঠবেন।’ গত আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৮ ছক্কায় ১৪৬ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন গেইল। এলিমিনেটর ম্যাচেও খুলনার বিপক্ষে খেলেছিলেন ৫১ বলে ১২৬ রানের আরেকটি ইনিংস। সেই গেইলের এবারের সবোচ্চ ৫৫। গতকাল করেছেন ৪৬ রান।

রংপুরকে কোয়ালিফাইয়ারে তোলার ‘মহানায়ক’ যদি হন রুশো। তাহলে নিশ্চিত করেই নায়ক অ্যালেক্স হেলস ও এবি ডি ভিলিয়ার্স। চলতি আসরে পাঁচ সেঞ্চুরির তিনটিই করেছেন রংপুরের এই তিন। গতকাল ফাইনালে ওঠার ম্যাচে মাশরাফি খেলতে নামেন দুই ভরসা হেলস ও এবি ডি ভিলিয়ার্সকে ছাড়া। ২০ ওভারে ১৬৫ রান তুললেও অভাব বোধ হয়েছে দুজনের। বিশেষ করে ওপেনিংয়ে হেলসের অভাব কোনোভাবেই পূরণ করতে পারেননি মেহেদি মারুফ। সাজঘরে ফেরেন অফ ফর্মের মারুফ মাত্র ১ রান করে। তবে মিডল অর্ডারে ভিলিয়ার্সের অভাব পুরোপুরি পূরণ করেন বেন হাওয়েল। ১২.২ ওভারে ক্রিজে এসে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মাত্র ২৮ বলে। যাতে ছিল ৩টি চার ৫টি ছক্কা। তিনি পঞ্চম উইকেট জুটিতে ৪০ বলে ৭০ রান যোগ করেন ‘মি. রান মেশিন’ রুশোকে নিয়ে। প্রোটিয়াস ক্রিকেটার রুশো সাজঘরে ফেরার আগে খেলেন ৪৪ রানের ইনিংস মাত্র ৩১ বলে। ইনিংসটিতে ৪টি চার ও দুটি ছক্কা। চলতি আসরে একমাত্র ক্রিকেটার হিসেব পাঁচশোর ওপর রান করেছেন রুশো। ১৩ ম্যাচে বাঁহাতি ব্যাটসম্যানের রান ৫৮৮।

আগামীকালের  প্রতিপক্ষ ঢাকা। গতকাল এলিমিনেটর ম্যাচে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ঢাকা। তাই প্রতিপক্ষ হিসেবে ঢাকাকে হালকা মেজাজে দেখছেন না রংপুর অধিনায়ক, ‘ঢাকাকে কোনোভাবেই হালকা মেজাজে নেওয়া ঠিক হবে না। আমাদের যেমন ফাইনালের সুযোগ রয়েছে, তেমনি ঢাকারও ফাইনালের সুযোগ রয়েছে। তাই আমি মনে করি জমজমাট ম্যাচ হবে।’

সর্বশেষ খবর