মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সিরিজ অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক

সিরিজ অস্ট্রেলিয়ার

অসাধারণ এক ডেলিভারি। বল বেরিয়ে গেল অফ স্টাম্পে চুমু দিয়ে। তবুও বেল্স পড়া তো দূরের কথা নড়েওনি। তা দেখে অবাক মিচেল স্টার্ক। এরপরের বলেই উল্লাসে মেতে উঠলেন তিনি। ১৪৬ কিলোমিটারে গতির ইয়র্কারে বোল্ড শ্রীলঙ্কার শেষ ব্যাটসম্যান ফার্নান্দো। স্টার্ক পূরণ করলেন ১০ উইকেট। শ্রীলঙ্কা পেল হোয়াইট ওয়াশের লজ্জা। ক্যানবেরার টেস্টে দারুণ এক জয় পেল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ধরাশায়ী হয়েছে ৩৬৫ রানে। ২ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া জিতল ২-০তে। গতকাল টেস্টের চতুর্থ দিনে শেষ ইনিংসে ৫১৬ রানের লক্ষ্যে নেমে ১৪৯ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পাঁচটি করে উইকেট নিয়েছেন মিচেল স্ট্রার্ক। ক্যারিয়ারে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেট নিলেন বাঁহাতি এই ফাস্ট বোলার। দুটি শ্রীলঙ্কার বিপক্ষে। মানুকা ওভালে বিনা উইকেটে ১৭ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। স্ট্রার্ক ম্যাচ শেষ করতে খরচ করেন যান ৭ বল। শ্রীলঙ্কার মূল ভরসা দিমুথ করুণারতেœকে। স্ট্রার্ক ও প্যাট কামিসের গতির সামনে এলোমেলো হয়ে যায় লঙ্কান ব্যাটিং।

সর্বশেষ খবর