শিরোনাম
শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেখ জামালের সহজ জয় আবাহনীর রক্ষা

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামালের সহজ জয় আবাহনীর রক্ষা

চ্যাম্পিয়ন, রানার্স-আপ দুই দলই জয় নিয়ে মাঠ ছেড়েছে। তবে লড়াইটা ছিল ভিন্ন ধরনের। ঢাকা আবাহনীর জয়টা ছিল কষ্টের। অন্যদিকে শেখ জামাল পেয়েছে সহজ জয়। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ২-০ গোলে হারায় জায়ান্ট কিলার খ্যাত আরামবাগ ক্রীড়া সংঘকে। এমন কোনো মৌসুম নেই আরামবাগ ফেবারিটদের ঘুম হারাম করেনি। এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতে শেখ রাসেলের কাছে হারলেও টানা তিন ম্যাচে অপ্রতিরোধ্য ছিল আরামবাগ। ঢাকা মোহামেডান, সাইফ স্পোর্টিং ও শক্তিশালী চট্টগ্রাম আবাহনীকে হারায় তারা। এ অবস্থায় আরামবাগের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শেখ জামালের। প্রথমার্ধে পাল্লা দিয়ে লড়লেও দ্বিতীয়ার্ধে মতিঝিলপাড়ার দলটি হিমশিম খেয়ে যায়। শেখ জামাল উজ্জীবিত হয়ে খেলতে থাকে। ৬২ মিনিটে পেনাল্টি থেকে অধিনায়ক সলোমন কিং গোল করে দলকে এগিয়ে রাখেন। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুসিয়ানো। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতেই মাঠ ছাড়ে তিনবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে ঢাকা আবাহনী ১-০ গোলে হারিয়েছে টিম বিজেএমসিকে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও বিজেএমসিকে হারাতে প্রচুর ঘাম ঝরাতে হয়েছে চ্যাম্পিয়নদের। ভাগ্যক্রমে ২৭ মিনিটে ডিফেন্ডার তপু বর্মণের গোলটি তাদের রক্ষা করে। এ জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠে এলো ঢাকা আবাহনী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর