শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বার্সা-রিয়াল কেউ হারেনি

ক্রীড়া ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি; দুই বিশ্বসেরা ফুটবলার। গত এক দশক দুই ফুটবলারের সৃজনশীল ও ফুটবল সৌকর্য দেখে মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীরা। দুই ফুটবলারের উপস্থিতিতে প্রাণের সঞ্চারণ হতো স্প্যানিশ ফুটবলে। পাঁচবারের বিশ্বসেরা মেসি এখনো আছেন পুরনো দল বার্সেলোনায়। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাস নাম লিখেছেন রোনালদো। দুই তারকার ময়দানী লড়াইয়ে আলাদা আবেদন পেত রিয়াল ও বার্সেলোনার ফুটবল ‘দ্বৈরথ’ এল ক্লাসিকো। গতকাল দুই বিশ্বসেরা ক্লাব ২০১৯ সালের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হয়।

কিন্তু পুরনো সেই আবেদন, উত্তেজনা নেই। কোথায় যেন হারিয়ে গেছে প্রাণচাঞ্চল্য। তারপরও দুই বিশ্বসেরা ক্লাবের লড়াইয়ে হারেনি কেউ। রোনালদোবিহীন রিয়াল সুবিধাজনক অবস্থানে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ক্যাম্প ন্যুতে কোপা ডেল রে-এর সেমিফাইনালের প্রথম লেগটি ড্র হয়েছে ১-১ গোলে। ২৭ ফেব্রুয়ারি ঘরের মাঠ বার্নাব্যুতে দ্বিতীয় লেগে সফরকারী বার্সেলোনার সঙ্গে গোলশূন্য ড্র করলেই ফাইনাল খেলবে সান্তিয়াগো সোলারির রিয়াল মাদ্রিদ। ৬ মিনিটে বেনজামার গোলে এগিয়ে যায় রিয়াল। ৫৭ মিনিটে ম্যালকমের গোলে সমতা ফিরে বার্সা। শেষ পর্যন্ত ১-১ ড্র করেই মাঠ ছাড়ে দুই জায়ান্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর