রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সাকিবের দেখা তামিমের সেরা ইনিংস

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের দেখা তামিমের সেরা ইনিংস

মাত্র ৬১ বলে অপরাজিত ১৪১ রান। ১১টি ছক্কার সঙ্গে ১০টি চার। তামিম ইকবাল একাই জিতিয়ে দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। ড্যাসিং ওপেনারের এই ইনিংসকেই তার সেরা বলেছেন সাকিব আল হাসান। তামিমের ওই ইনিংস সম্পর্কে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আমার দেখা ওর সেরা ইনিংস এটিই। আন্তর্জাতিক ক্রিকেট বলুন বা ঘরোয়া, সব মিলিয়েই সেরা। যে রকম স্টেজে, যেভাবে ব্যাট করেছে, যে ইনিংসটি খেলেছে, ইনিংস যতটা বড় করেছে... এক কথায় অবিশ্বাস্য। ইনিংসটি যেভাবে শুরু করেছে, তারপর যেভাবে গড়েছে, এগিয়ে নিয়েছে, এবং যেভাবে শেষ করেছে, সবকিছুই অসাধারণ ছিল। আমাদের ব্যাটসম্যানদের তো নরম্যালি এতটা দেখা যায় না।’

তবে অতিমানবীয় ইনিংসকে নিজের সেরা ইনিংস বলতে চান না তামিম ইকবাল। টি-২০ ক্যারিয়ারে আরেকটি সেঞ্চুরি আছে তার, ২০১৬ সালের বিশ্বকাপে ওমানের বিরুদ্ধে ধর্মশালায়। ওই ইনিংসকেই এগিয়ে রাখলেন তামিম, ‘পাশাপাশি রাখতে পারব না কারণ হচ্ছে একটা ছিল আমার জাতীয় দলের ডিউটি। ওটা ছিল যে আমরা যদি ম্যাচটা হারি তাহলে আমরা আউট অফ দ্য টুর্নামেন্ট। ওমান থাকলে প্রেসার ছিল না তা না। ওই ইনিংসটাও হাই রেট করি। আমি সব সময় সব সময় বলি যে,  সেঞ্চুরি যে টিমের সঙ্গেই হোক না কেন সেটা অবশ্যই  স্পেশাল। কারণ আপনাকে কঠোর পরিশ্রম করতেই হচ্ছে। আজকের ইনিংসটা অবশ্যই টপে থাকবে ফর সিউর, যেভাবে আমরা খেলেছি, পাওয়ার প্লেতে খুব  বেশি রান ছিল না। পরে যেভাবে ব্যাটিং করেছি সেটা দারুণ ছিল।’

বিপিএলের এই আসরে আসরে স্থানীয় ক্রিকেটাররা দাপট দেখিয়েছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৪৬৭ রান করেছেন তামিম। এক সেঞ্চুরির সঙ্গে দুই হাফ সেঞ্চুরি। ফাইনালের অতিমানবীয় ইনিংসটি ড্যাসিং ওপেনারকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪২৬ রান করেছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের ব্যাট থেকেও এসেছে ৩০১ রান। জাতীয় দলের বাইরের ব্যাটসম্যানদের মধ্যে আলো ছড়িয়েছেন রনি তালুকদার (৩১৭ রান) ও ইয়াসির আলী (৩০৭)। বিপিএলের প্রথম দিকে বিদেশি ব্যাটসম্যানদের প্রাধান্য থাকলেও শেষের দিকে দাপট ছিল স্থানীয়দের। বোলিংয়ে তো বাংলাদেশের জাতীয় দলের তারকাদের একচ্ছত্র আধিপত্য। সেরা পাঁচে বাংলাদেশের পাঁচ বোলার সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। সাকিব ২৩ উইকেট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা মাশরাফি, তাসকিন ও রুবেল নিয়েছেন ২২টি করে উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ২০ উইকেট। নিউজিল্যান্ড সফরের আগে বিপিএলের এই পারফরম্যান্স টাইগারদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে।

সর্বশেষ খবর