রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এশিয়া চ্যাম্পিয়ন কাতার ৪২ নম্বরে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

কাতার ফুটবলে এশিয়া কাপ জয় করেছে। এশিয়ান কাপে নতুন চ্যাম্পিয়নের দেখা মেলায় ফুটবলপ্রেমীরা খুশি। কিন্তু বাংলাদেশে হতাশা নেমে এসেছে। প্রশ্ন উঠতে পারে বাংলাদেশ তো এশিয়ান কাপে চূড়ান্ত পর্বেই খেলতে পারে না। সেখানে কাতার চ্যাম্পিয়ন হলে আফসোসটা কিসের। যদি ফাইনাল খেলতো তা হলে বলা যেত জিততে না পারায় দেশের ফুটবলপ্রেমীরা আফসোসে পুড়ছে। এশিয়ান কাপে খেলাটাই যখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তখনতো ফাইনালের প্রসঙ্গ টানাটা পাগলামি ছাড়া কিছুই নয়।

তবু কাতারের শিরোপাটা আফসোসে পরিণত হয়েছে দেশের ফুটবলপ্রেমীদের। কারণ এই কাতারকেই এবার এশিয়ান গেমসে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলেও কাতারকে হারিয়েছিল বাংলাদেশের কিশোররা। সেই কাতারই কিনা ফেবারিটদের পেছনে ফেলে প্রথমবার এশিয়ান কাপ জিতে ইতিহাস সৃষ্টি করল। ২০২২ সালেই বিশ্বকাপ হবে কাতারে। স্বাগতিক বলেই সরাসরি দুনিয়া কাঁপানো আসরে খেলার সুযোগ পেয়েছে দেশটি।

ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় রয়েছে কাতার। অভিষেক আসরটি তারা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে স্মরণীয় করে রাখতে চাচ্ছে। এশিয়া জয়ের পর বিশ্বকাপ মাতাতে চায় দেশটি। কি ট্র্যাজেডি, যে বাংলাদেশ এশিয়ান গেমসে কাতারকে হারিয়েছে। তাদের কাছে এখন সাফ জেতাটা স্বপ্নে পরিণত হয়েছে। গেল চার আসরে সেমিফাইনালই খেলতে পারেনি লাল সবুজরা। গ্রুপ পর্ব খেলেই বিদায় নিচ্ছে এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে। বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিতে খেলেই বিদায়। ২০০৩ সালের পর জাতীয় দলের শিরোপা নেই।

র‌্যাঙ্কিংয়ে নিচে নেমেই চলেছে। বৃহস্পতিবার ফিফা ঘোষিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন ঘটেনি। আগের মতো ১৯২ নম্বরে। ফিফার ২১১টি সদস্যের মধ্যে বাংলাদেশের পেছনে আছে গোটা বিশেক দল।

এশিয়ার তেমন কেউ পেছনে নেই। এএফসির সদস্য ৪৬ দেশের মধ্যে বাংলাদেশ আছে ৪২ নম্বরে। পেছনে যারা আছে তাদের দুটি দেশই দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও শ্রীলঙ্কা। দেশ দুটি আছে ৪৫ ও ৪৬ নম্বরে। এশিয়ার র‌্যাঙ্কিংয়ে প্রতিবেশী ভারত ১৮ নম্বরে। বাংলাদেশের সামনে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো হচ্ছে ভুটান ৩৯, নেপাল ৩৩, মালদ্বীপ ৩০। কিছুদিন আগে সাফ থেকে বেরিয়ে  যাওয়া আফগানিস্তানের অবস্থান ২৯ নম্বরে। বঙ্গবন্ধু গোল্ডকাপের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাই কোনো পরিবর্তন হয়নি। র‌্যাঙ্কিং বাড়াতে বাফুফে কিছু প্রীতি ম্যাচ খেলার চেষ্টা চালাচ্ছে। আগামী মাসে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ হওয়ার কথা। কম্বোডিয়ার মাটিতে ম্যাচটি হবে  ৯ মার্চ।

সর্বশেষ খবর