বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ছয় দেশ নিয়ে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু গোল্ডকাপ অনেকটা নিয়মিতই আয়োজন করা হচ্ছে বর্তমানে। আন্তর্জাতিক পর্যায়ে ছেলেদের ফুটবলে এমন উদ্যোগ থাকলেও মেয়েদের ফুটবলে তেমন কিছু ছিল না। অথচ গত কয়েক বছরে মেয়েদের ফুটবলেই অসংখ্য অর্জন। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে এরই মধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন মারিয়া মান্ডা আর কৃষ্ণারা। মেয়েদের ফুটবলকে আরও এগিয়ে নিতে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ আন্তর্জাতিক নারী গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট। আর এ টুর্নামেন্টটা সরাসরি সম্প্রচার করবে আরটিভি। গতকাল বাফুফে ভবনে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর কে-স্পোর্টসের সঙ্গে আরটিভির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। এ টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৬টি দেশ অংশ নেবে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণের বিষয়টি পাকা হয়ে গেছে।

সর্বশেষ খবর