Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২৩:৩৪

ভালভেরদের সঙ্গে নতুন চুক্তি বার্সার

ক্রীড়া ডেস্ক

ভালভেরদের সঙ্গে নতুন চুক্তি বার্সার

বার্সেলোনার সঙ্গে নতুন করে চুক্তি করছেন কোচ এরনেস্তো ভালভেরদে। নতুন চুক্তি অনুযায়ী ২০১৯-২০ মৌসুম পর্যন্ত ক্যাম্প ন্যুয়ে থাকবেন এই স্প্যানিশ কোচ। গতকাল ক্লাবের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। অবশ্য চুক্তিতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। ভালভেরদে ২০১৭ সালের মে মাসে  অ্যাথলেটিক বিলবাও ছেড়ে বার্সেলোনার দায়িত্ব নেন। এর পর লিগ ও স্প্যানিশ কাপের শিরোপা জেতান ৫৪ বছর বয়সী ভালভেরদে। চলতি মৌসুমে দারুণ খেলছেন ক্লাবটি। লিগে পয়েন্ট তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে দলটি।


আপনার মন্তব্য