শিরোনাম
রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জুভেন্টাসকে জেতালেন রোনালদো-দিবালা জুটি

ক্রীড়া ডেস্ক

জুভেন্টাসকে জেতালেন রোনালদো-দিবালা জুটি

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিয়ান ক্লাবে যোগ দিয়ে নিজেকে মেলে ধরতে পারছিলেন না শুরুতে। কিন্তু সময়ের চোরা স্রোতে নিজেকে মেলে ধরতে থাকেন এবং ধারাবাহিকভাবে গোল করতে থাকেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার। পরশু রাতে সেরি আয় ফ্রোসিনোনের বিপক্ষে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ের ম্যাচে গোল করেছেন রোনালদো। শুধু তিনি নন, গোল করেছেন দলটির আরেক তারকা ফুটবলার আর্জেন্টিনার পাওলো দিবালা। এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১৬-এর প্রথম লেগে খেলতে নামবে। প্রতিপক্ষ স্পেনিস জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। এই জয়ে জুভেন্টাসের পয়েন্ট ২৪ ম্যাচে ২১ জয় এবং তিন ড্রয়ে ৬৬। এক ম্যাচ কম খেলে নেপোলির পয়েন্ট ২১ ম্যাচে ৫২ এবং তিনে থাকা ইন্টারমিলানের পয়েন্ট ৪৩।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাস খেলতে নামে ফ্রোসিনোনের বিপক্ষে। বলের নিয়ন্ত্রণ নিয়ে শুরুতেই দুই গোল করে জুভারা। ৬ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেন দিবালা। ইনজ্যুরি থেকে খেলায় ফিরে অসাধারণ এক গোল করে চমকে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার। রোনালদোর বানানো বল ধরে প্রায় ২০ গজ দূর থেকে বুলেট গতির শটে ব্যবধান ১-০ করেন দিবালা। অথচ আগের ১২ ম্যাচে গোলের দেখা পাননি তিনি। সব মিলিয়ে সিরিএ-তে তার গোল সংখ্যা মাত্র ৩টি। ১৭ মিনিটে গোল সংখ্যা দ্বিগুণ করেন ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। দিবালার ক্রসে হেড করেন মারিও মানজুকিচ। ফ্রোসিনোনের গোলরক্ষক সেটা ঠেকিয়ে দেন। ফাঁকায় দাঁড়ানো বোনুচ্চি ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান ২-০ করেন। প্রথমার্ধ শেষ হয় এই দুই গোলেই। দ্বিতীয়ার্ধে জুভেন্টাস খেলার  গতি বাড়িয়ে দেয়। এতে করে তাল মেলাতে না পেরে ম্যাচ থেকে ছিটকে পড়ে পয়েন্ট টেবিলের তলানির দল ফ্রোসিনোনে। ম্যাচের ৬৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন রোনালদো। ডান প্রান্ত থেকে মানজুকিচের বাড়ানো বল ধরে প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়কে বিন্দুমাত্র সময় না দিয়ে ঠান্ডা মাথায় মাটি কামড়ানো শটে ৩-০ করেন রোনালদো। এ নিয়ে চলতি লিগে টানা চার ম্যাচে গোল করেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার। সিরিএতে এখন পর্যন্ত পর্তুগিজ উইঙ্গারের গোল সংখ্যা ১৯টি।

সর্বশেষ খবর