বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্বস্তির জয়ে শেষ আটে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

স্বস্তির জয়ে শেষ আটে ম্যানইউ

এফ কাপে দুই দল এখন পর্যন্ত ১৪ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। পরশু রাতের আগের চার ম্যাচে জয় কিন্তু চেলসিরই ছিল। পরশু রাতে অবশ্য আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে নেমেছিল মাওরিজিয়ো সারির শিষ্যরা। শেষ পর্যন্ত গানার সোলসারের ম্যান ইউর গতির সঙ্গে তাল মেলাতে পারেনি। হেরে বিদায় নিয়েছে এফএ কাপ থেকে। ম্যান ইউর বিপক্ষে তার দল নড়বড়ে ফুটবল খেলেছে বলেন চেলসির কোচ সারি, ‘আমার দল কনফিউজড ফুটবল খেলেছে। এমন ফুটবল খেললে সাফল্য পাওয়া কঠিন হবে।’ আত্মবিশ্বাসে ঘাটতি থাকলে পরশু রাতে পরিসংখ্যানের বিচারে সুবিধাজনক অবস্থানেই ছিল স্বাগতিক চেলসি। গত বছরের এফএ কাপের ফাইনালে বেলজিয়াম স্ট্রাইকার এইডেন হ্যাজার্ডের পেনাল্টিতে জয় নিয়ে শিরোপা উৎসবে মেতেছিল লা ব্লুজরা। ম্যান ইউ খেলতে নামে নতুন কোচ সোলসারের অধীনে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে। পরশু রাতে প্রথম আক্রমণে যায় চেলসি। এরপর হ্যাজার্ডরা আক্রমণের ধারা বাড়িয়ে ব্যতিব্যস্ত করে রাখে ম্যান ইউকে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ধাতস্থ করতে সফরকারীদের ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৩১ মিনিটে এগিয়ে যায় ম্যান ইউ। ফরাসি স্ট্রাইকার পল পগবার আড়াআড়ি ক্রসে ফাঁকায় দাঁড়ানো হেরেরা অসাধারণভাবে বল জালে জড়ান (১-০)। প্রথমার্ধেই জয় নিশ্চিত করে নেয় সোলসারের দল। ৪৫ মিনিটে রাশফোর্ডের বাড়ানো বল থেকে দুর্দান্ত ভলিতে গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন পগবা(২-০)। দ্বিতীয়ার্ধে চেলসি অবশ্য ম্যাচে ফিরতে চেষ্টা করে। কিন্তু ম্যান ইউর আঁটোসাঁটো রক্ষণভাগকে ভাঙতে না পারায় ২-০ গোলেই শেষ হয় ম্যাচ।

সর্বশেষ খবর