শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিশ্বকাপ খেলতে দিল্লি গেল শুটিং দল

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ খেলতে দিল্লি গেল শুটিং দল

বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় ক্রীড়া ইভেন্ট শুটিং। অপরাপর গেমস থেকে শুটিংয়েই সাফল্য বেশি। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে বাংলাদেশকে প্রথম সোনা এনে দেওয়া শুটিং দল এবার বিশ্বকাপ খেলতে দিল্লি অবস্থান করছে। বিশ্বকাপ শুটিংয়ে অংশ নিতে গতকাল সকালে ১১জন শুটার দিল্লি গেছেন। দলটির ৮জন শুটার এবং দুজন কোচ ও একজন কর্মকর্তা। শুটারদের রাইফেল কোচ গোলাম সফিউদ্দীন খান ও পিস্তল কোচ দক্ষিণ কোরিয়ান কিম ইল ইয়ং। পুরুষ শুটার হচ্ছেন-আবদুল্লাহ হেল বাকি, শাকিল আহমেদ, নুর হাসান ও আবদুর রাজ্জাক, রবিওল ইসলাম, শাকিল আহমেদ, নুর হাসান ও আবদুর রাজ্জাক। এদের মধ্যে রাইফেলে অংশ নিবেন আবদুল্লাহ হেল বাকি, অর্ণব শারার লাদিফ  ও রবিওল ইসলাম। পিস্তলে অংশ নিবেন শাকিল আহমেদ, নুর হাসান ও আবদুর রাজ্জাক। মেয়ে শুটার- সৈয়দা আতকিয়া হাসান দিশা, উম্মে জাকিয়া সুলতানা টুম্পা, আরদিনা ফেরদৌস, আরমিন আশা ও নিলুফা ইয়াসমিন। রাইফেলে এদের মধ্যে অংশ নিবেন সৈয়দা আতকিয়া হাসান দিশা ও উম্মে জাকিয়া সুলতানা টুম্পা। পিস্তলে অংশ নিবেন আরদিনা ফেরদৌস, আরমিন আশা ও নিলুফা ইয়াসমিন।

সর্বশেষ খবর