শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাফুফের ৭০ ফুটবলার বাছাই

ক্রীড়া প্রতিবেদক

প্রায় ৩০০ ফুটবলার থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোচদের নজর কেড়েছেন মাত্র ৭০ তরুণ ফুটবলার। চার দিনের ট্রায়াল শেষে এসব ফুটবলার বাছাই করা হয়েছে অনূর্ধ্ব-১৫, ১৬, ১৮ ও ১৯ ক্যাটাগরিতে। ডাক্তারি পরীক্ষায় যারা টিকে যাবেন, সেসব ভাগ্যবান ফুটবলার নিয়ে বাফুফে ফুটবল একাডেমির কার্যক্রম শুরু হবে বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের মাঠে। মাঠটি বাফুফে নিয়েছে একাডেমির জন্য। ভবিষ্যতের ফুটবলার খুঁজে পেতে দেশব্যাপী প্রতিভা খুঁজে বেড়ানোর কাজ এক মাস ধরে করছে বাফুফে। এ কর্মসূচির কাজ শুরু হয় ২৬ জানুয়ারি। গতকাল শেষ হয়েছে এর কার্যক্রম। এরপর সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী সালাউদ্দিন বলেন, ‘সংখ্যা কোনো বিষয় নয়। সেটা ১০ হতে পারে। হতে পারে ১০০ও। সত্যি বলতে কি, সবকিছু নির্ভর করবে প্রতিভার ওপর।’ অবশ্য ১৩ জানুয়ারি বাফুফে সভাপতি ফুটবল একাডেমির কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছিলেন।

সর্বশেষ খবর