রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রস্তুতি ম্যাচে টাইগারদের রানের পাহাড়

ক্রীড়া প্রতিবেদক

প্রস্তুতি ম্যাচে টাইগারদের রানের পাহাড়

সাদমান ও তামিম ইকবাল -সংগৃহীত

ওয়ানডে সিরিজের প্রতি ম্যাচেই দুইশ’র উপরে রান করেছে বাংলাদেশ। কিন্তু লড়াই করার মতো স্কোর ছিল না সেগুলো। হোয়াইটওয়াশের সিরিজে বাংলাদেশের প্রাপ্তি মোহাম্মদ মিথুনের হাফসেঞ্চুরি এবং সাব্বির রহমানের সেঞ্চুরি। কিন্তু ওপেনার কিংবা অপরাপর ব্যাটসম্যানরা আক্ষরিক অর্থে বড় কোনো স্কোর করতে পারেননি। ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিন টেস্ট ম্যাচের প্রথমটি। তার আগে গতকাল লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে খেলতে নেমেছে দুদিনে প্রস্তুতি ম্যাচ। তাতে রান পেয়েছেন আপার অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার-সবাই রান পেয়েছেন। হাফসেঞ্চুরির ইনিংস খেলে অবসর নিয়েছেন সাদমান ইসলাম, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেছেন বাঁ হাতি ওপেনার সাদমান ইসলাম। চার চারটি হাফসেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৪১১ রান। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন সাব্বির। কিন্তু তিনি নেই টেস্ট স্কোয়াডে। শেষ ম্যাচে আঘাত পান মিথুন। তাই গতকাল খেলেননি মিথুন। প্রথমবার খেলতে নামেন বাঁ হাতি ওপেনার সাদমান ইসলাম। ওয়ানডে সিরিজে রান ক্ষরায় ভোগা তামিম এবং সাদমান উদ্বোধনী জুটিতে ১১৩ রান করে বিচ্ছিন্ন হন। তামিম সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৪৫ রানে। ইনিংসটি খেলেন ৮৩ বলে ৫ চার ও এক ছক্কায়। সাদমান ৬৭ রানের ইনিংস খেলেন ১১৩ বলে ৯ চারে। ওয়ান ডাউনে খেলে বড় স্কোর করতে পারেননি বাঁ হাতি মুমিনুল হক। ২০ রান করে ফিরেন সাজঘরে। তবে আশা জাগানো ব্যাটিং করেছেন মিডল অর্ডারের চার ব্যাটসম্যান লিটন, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ ও মেহেদী হাসান মিরাজ। সৌম্য ৪১ রান করে ইচ্ছাকৃত অবসর নিয়ে মাঠ ছাড়েন। লিটন ৬২ রানের ইনিংসটি খেলেন ৯১ বলে ৬ চারে। মাহমুুদল্লাহর ৫৯ রানের ইনিংসটি ৬০ বলে সাজানো ৮ চারে এবং মেহেদী হাসান মিরাজ ৫১ রানের ইনিংসটি খেলেন ৬৭ বলে ৬ চার ও ২ ছক্কায়। প্রস্তুতি ম্যাচে খেলেননি মুসফিকুর রহিম। আঙ্গুল ও কব্জির ব্যথায় প্রথম টেস্ট না খেলার সম্ভাবনাও বেশি সাবেক অধিনায়কের।

 

সর্বশেষ খবর