শিরোনাম
রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা কিংস-আরামবাগ মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক

নিজ ভেন্যুতে বসুন্ধরা কিংস আজ মাঠে নামছে। প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়াসংঘ। বিকাল ৩টায় ম্যাচটি শুরু হবে। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কিংস তৃতীয় স্থানে আছে।  দুই ম্যাচ বেশি খেলে ঢাকা আবাহনী ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। শেখ রাসেল আবার সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। তবে প্রকৃতপক্ষে কিংসই এগিয়ে রয়েছে। কেননা এক ড্রয়ে এখন পর্যন্ত তারা সবচেয়ে কম দুই পয়েন্ট নষ্ট করেছে। দুই ড্রয়ে শেখ রাসেল হারিয়েছে চার পয়েন্ট। আবাহনী দুই হারে ছয় পয়েন্ট নষ্ট করেছে। দুই ম্যাচ বেশি খেলেই তারা আপাতত শীর্ষে রয়েছে।

আজ জিতলেই সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে যাবে বসুন্ধরা কিংস। টানা পাঁচ জয় পেলেও বসুন্ধরা আগের ম্যাচে হোঁচট খায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ টিম বিজেএমসির বিপক্ষে। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। অবশ্য রেফারির ভূমিকা নিয়েও ম্যাচে বিতর্ক উঠে। দ্বিতীয়ার্ধে ফাউলের কারণে রেফারি জালাল লালকার্ড দেখান কিংসের নাসিরকে। ফাউল যে ছিল এ নিয়ে কোনো সংশয় ছিল না। তবে তা এতটা মারাত্মক নয় যে লালকার্ডের অপরাধ ছিল। তাছাড়া রেফারি ইনজুরি টাইমও ঠিকমতো ব্যবহার করেননি। লালকার্ডের জন্য নাসির আজকের ম্যাচে খেলতে পারবে না।

জয়ে ফিরতে বসুন্ধরা কিংস আজ লড়বে। লিগের অনেক ম্যাচ বাকি থাকলেও এখন অনেকটা আঁচ করা যাচ্ছে শিরোপা লড়াই বসুন্ধরা কিংস, শেখ রাসেল ও ঢাকা আবাহনীর মধ্যে সীমাবদ্ধ থাকার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তাই বসুন্ধরা কিংসের কাছে এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তারপর আবার প্রতিপক্ষটা আরামবাগ বলেই আজ সতর্ক হয়ে খেলতে হবে।

বড় দলের পয়েন্ট কাড়তে তাদের জুড়ি নেই। তবে আগের ম্যাচে পয়েন্ট নষ্ট করায় কিংস আজ জয় পেতে শুরু থেকে মরিয়া হয়ে লড়বে। বসুন্ধরার মতো শক্তিশালী দল যদি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আরামবাগের বিপক্ষে সহজভাবেই জিততে পারে। দেখা যাক ম্যাচে কি হয়?

মোহামেডান, সাইফ ও চট্টগ্রাম আবাহনীকে হারালেও শেখ রাসেল, শেখ জামাল ও ঢাকা আবাহনীর কাছে হেরে গেছে। এ ক্ষেত্রে বসুন্ধরা কিংস কিছুটা নির্ভার হয়ে খেলতে পারে। তবে পল এমিলি ও জাহিদ আরামবাগের ভয়ঙ্কর খেলোয়াড়। তাদের দিকে বিশেষ নজর রাখতে হবে। ঘরের মাঠে জয়ে ফিরতে চায় ফেবারিট বসুন্ধরা কিংস।

 

সর্বশেষ খবর