সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

টি-২০ টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আজ

বিপিএলের শুরুতে ব্যাট বলের দাপট ছিল রিলি রুশো. এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেইলস, শহীদ আফ্র্রিদিদের। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে পারছিলেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা। স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের হতাশায় প্রিমিয়ার ক্রিকেটের ১২ দল নিয়ে একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজনের কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। স্থানীয় ক্রিকেটাররা যেন আরও বেশি করে টি-২০ ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারেন, সেজন্যই এই আয়োজন। প্রিমিয়ার ক্রিকেট শুরু ৮ মার্চ। ৫০ ওভারের লিগের আগে আজ ১২ দল চার গ্রুপে বিভক্ত হয়ে দুই মাঠে টি-২০ টুর্নামেন্ট খেলতে নামছে। খেলাগুলো হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও নারায়ণগঞ্জ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। চার গ্রুপের শীর্ষ দলগুলো সরাসরি সেমিফাইনালে মুখোমুখি হবে ১ মার্চ। প্রথম সেমিফাইনালে লড়বে ‘বি’ ও ‘সি’ গ্রুপের শীর্ষ দল এবং দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ ও ‘সি’ গ্রুপের শীর্ষ দল। টুর্নামেন্টের ফাইনাল ৩ মার্চ।

সপ্তাহ খানেক প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার ক্রিকেটের। জাতীয় দলের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল খেলবেন না প্রিমিয়ার ক্রিকেট। অবশ্য জাতীয় দল এখন নিউজিল্যান্ড অবস্থান করায় টি-২০ টুর্নামেন্টে খেলতে পারছেন না। তারকাশূন্য ক্রিকেট টুর্নামেন্টের সূচনা দিনে আজ দুই মাঠে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও খেলাঘর সমাজকল্যাণ সংস্থা এবং বিকাল সাড়ে ৫টায় খেলবে আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। ফতুল্লায় সকাল ৯টায় খেলবে লিজেন্ড অব রূপগঞ্জ ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং দুপুর দেড়টায় মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর ও বিকেএসপি। লিগ পর্বের খেলা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর একদিনের বিরতি শেষে ১ মার্চ দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে।

সর্বশেষ খবর