শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আরামবাগ রহমতগঞ্জের জয়

ক্রীড়া প্রতিবেদক

আরামবাগ রহমতগঞ্জের জয়

আরামবাগের জয়ের নায়ক জাহিদ -বাংলাদেশ প্রতিদিন

প্রতিবেশী মোহামেডানের বিপক্ষে বড় জয়ে হ্যাটট্রিক করেছিলেন। তখনই বুঝিয়ে দিয়েছিলেন জাহিদ হোসেন, দেশের ফুটবলকে দেওয়ার এখনো অনেক বাকি আছে! বয়স ৩২, তবুও ফুটবল খেলছেন তরুণদের সঙ্গে। দেশের এক সময়কার সেরা উইঙ্গার বহুদিন ধরে জাতীয় দলের বাইরে। কিন্তু অ্যাটাকিং উইঙ্গারকে এখনো বলা হয় দেশের অন্যতম সেরা। আরামবাগের ‘নয়নমণি’ জাহিদ গতকাল জোড়া গোল করে ফের জয় উপহার দিয়েছেন আরামবাগকে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তার জোড়া গোলেই আরামবাগ ক্রীড়া ২-১ ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। এ নিয়ে প্রিমিয়ার লিগে জাহিদের গোলসংখ্যা ৫টি। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জুনাপিওর একমাত্র গোলে ১-০ ব্যবধানে টিম বিজেএমসিকে হারিয়েছে রহমতগঞ্জ।

মারুফুলের কোচিংয়ে দুর্দান্ত ফুটবল খেলছে আরামবাগ। জুনিয়র ও সিনিয়রদের সমন্বয়ে দলটি প্রবল প্রতিরোধ গড়ে তুলছে শক্তিশালী দলগুলোর বিপক্ষে। জয় ছিনিয়ে নিচ্ছে সমশক্তির দলগুলোর বিপক্ষে। ময়মনসিংহ স্টেডিয়ামে উপস্থিত মুষ্ঠিমেয় কিছু দর্শক গতকাল পায়ের ভেল্কি দেখেছেন জাহিদের। ইন সাউড-আউট সাইড ডজে তিনি বিপর্যস্ত করেছেন মুক্তিযোদ্ধার রক্ষণভাগকে। ১৩ মিনিটে তার দুরন্ত বল ড্রিবলিংয়ে এগিয়ে যায় মতিঝিল পাড়ার দল আরামবাগ। মাঝমাঠ থেকে তাকে এরিয়াল থ্রু দেন নাইজেরিয়ান স্ট্রাইকার ম্যাথিউ চিনেডু। বলটি ধরে মুক্তিযোদ্ধার রক্ষণভাগকে বোকা বানিয়ে ঠান্ডা মাথায় ব্যবধান ১-০ করেন জাহিদ। প্রথমার্ধ শেষ ওই এক গোলেই। দ্বিতীয়ার্ধে দুই দলই চেষ্টা চালায় গোলের ব্যবধান বাড়াতে। ৫৭ মিনিটে গোল সংখ্যা ২-০ করে জাহিদ। চিনেডুর পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি আরামবাগের ক্যামেরুনিয়ান স্ট্রাইকার পল এমিল। বল গিয়ে পড়ে জাহিদের পায়ে। জাহিদ কালবিলম্ব না করে ডান পায়ের জোড়ালো শটে জালে ফেলেন (২-০)। পিছিয়ে পরে মড়িয়া হয়ে উঠে মুক্তিযোদ্ধা। ৬৬ মিনিটে ব্যবধান ১-২ করেন মুক্তিযোদ্ধার ইভান। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ। এই জয়ে আরামবাগের পয়েন্ট ৮ ম্যাচে ১২ এবং এক ম্যাচ কম খেলে মুক্তিযোদ্ধার পয়েন্ট ১০।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর