সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মেসির প্রতিদ্বন্দ্বী এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

মেসির প্রতিদ্বন্দ্বী এমবাপ্পে

ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে গত দুই মৌসুমে লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী বলতে গেলে তেমন কেউই ছিল না। তবে চলতি মৌসুমে লিওনেল মেসি এককভাবে এগিয়ে যেতে পারছেন না। ফরাসি তরুণ কিলিয়ান এমবাপ্পে পিছু ছাড়ছেন না আর্জেন্টাইন জাদুকরের। লা লিগায় ২৫ গোল করে এখনো শীর্ষেই আছেন। তবে কিলিয়ান এমবাপ্পে ২৪ গোল নিয়ে ঠিক  পেছনেই অবস্থান করছেন। গত শনিবার গভীর রাতে লিগ ওয়ানের ম্যাচে কানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পিএসজি। দুটি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে (৫৯ ও ৮৭)। এ জয়ে পিএসজি লিগ ওয়ানে ২৬ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল। ২০ পয়েন্টে পিছিয়ে থেকে দুইয়ে আছে লিলি। মেসি ও এমবাপ্পে, দুজনেরই হাতে লিগ ম্যাচ আছে ১২টি করে। দেখা যাক, এবার ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে কে জিতে! অবশ্য পেছন থেকে রোনালদো (১৯ গোল) এবং আগুয়েরোও (১৮ গোল) সামনে চলে আসতে পারেন!

সর্বশেষ খবর