শিরোনাম
মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সোনার ছেলে সরণ

রাশেদুর রহমান

সোনার ছেলে সরণ

‘আপনি গত অলিম্পিকে তিনটা সোনা জিতেছেন। দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। অভিনন্দন আপনাকে।’ কথাগুলো শুনে কী বুঝলেন বলা মুশকিল। তবে শিশুর মতো আনন্দে হাততালি দিয়ে ওঠলেন টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ছাত্র আবদুল কাদির সরন। ছয় ফুট উচ্চতার ২৪ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী এই তরুণই বাংলাদেশের অন্যতম নায়ক হয়ে ওঠেছেন। অলিম্পিক গেমসে যেখানে হিট থেকেই ছিটকে পড়ে আমাদের অ্যাথলেটরা। মূল লড়াইয়ে অংশ নেওয়ার যোগ্যতাই যেখানে অর্জন করা মহাযুদ্ধ জয়ের চেয়ে কঠিন বলে মনে হয়। সেখানে আবদুল কাদির সরণ একাই তিন তিনটে অলিম্পিক সোনা জিতেছেন এরই মধ্যে। আরও তিনটার লক্ষ্যে লড়াইয়ে নামার প্রস্তুতি শেষ করেছেন তিনি। কথা বলতে পারেন না সরণ। বুদ্ধির ধারও অতোটা শাণিত নয়। বার বার ভুলে যান। চলতে ফিরতে নানান বাধা। কিন্তু সব বাধা অতিক্রম করে তিনি আজ লাখো তরুণের নায়ক। ব্যাডমিন্টন হাতে দাপিয়ে বেড়াচ্ছেন কোর্ট। বিশ্বজোড়া খ্যাতি নিয়ে আসছেন দেশের জন্য। গতকাল দেখা হতেই হাসলেন। ছবি তোলার সময় পোজ দিলেন। সাইন লেঙ্গুয়েজ জানা ব্যাডমিন্টন কোচ জাহিদ রমজানের সাহায্যে সরণ জানালেন, ‘আমি গত অলিম্পিকে তিনটা সোনা জিতেছিলাম। এটা খুবই ভালো একটা স্মৃতি। দেশের জন্য কিছু করতে পারা সত্যিই দারুণ ব্যাপার। অনেক ভালো লাগে। এখন আর আমাকে কেউ বোঝা বলে মনে করে না। আল্লাহকে অনেক ধন্যবাদ।’ এবারের অলিম্পিক নিয়ে তার ভাবনাটা জানাতেও ভুললেন না। ‘আমি এবারেও তিনটা সোনা জিততে চাই। দোয়া করবেন যাতে লক্ষ্যপূরণ করতে পারি।’ সরণ ২০১৫ সালে লস অ্যাঞ্জেলসের স্পেশাল অলিম্পিকে ব্যাডমিন্টনের সিঙ্গেলস, ডাবলস এবং ইউনিফাইড ডাবলসে সোনা জিতেছেন (ইউনিফাইড ডাবলসে একজন পার্টনার থাকে সাধারণ ক্যাটাগরির)। এবারেও এই তিনটা ইভেন্টে সোনা জয়ের লক্ষ্য রয়েছে সরণের। সরণের পাশে বসে থাকা আরেক বুদ্ধি প্রতিবন্ধী মুন্নী আক্তারও এবার সোনা জয়ের লক্ষ্যে ব্যাডমিন্টনের সিঙ্গেলস ইভেন্টে খেলতে নামবেন। তিনি ২০১৩ সালে এশিয়া প্যাসিফিক গেমসে তিনটা সোনা জিতেছেন। তাদের  কোচ জাহিদ রমজান জানালেন, ‘ওদের সঙ্গে কাজ করাটা খুবই আনন্দদায়ক এবং চ্যালেঞ্জিং। বার বার একই বিষয় মনে করিয়ে দিতে হয়। ওদের বাবা-মার সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় বুঝিয়ে দিতে হয়। কারণ, ওদের ভালো করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান থাকে পরিবারেরই। ওরা খুবই ডেডিকেটেড।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর