মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দুই লাল কার্ডের ম্যাচে জুভেন্টাসের জয়

ক্রীড়া ডেস্ক

দুই লাল কার্ডের ম্যাচে জুভেন্টাসের জয়

রবিবার নেপোলির মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী নেপোলিকে হারিয়ে শিরোপার রাস্তাটা প্রায় পরিষ্কার করে রেখেছে রোনালদোর জুভেন্টাস। ২-১ গোলে জিতে ২৬ রাউন্ড শেষে নেপোলির চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে গেছে জুভেন্টাস। ঘরের মাঠে শুরুতে বড় ধাক্কা খায় নেপোলি। ফরাসি ডিফেন্ডার কেভিলের দুর্বল ব্যাকপাস ধরে আগুয়ান গোলরক্ষক অ্যালেক্স পেরেতকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন ডেঞ্জারম্যান রোনালদো। তাকে ফাউল করেন থমাস পেরেত, দেখেন লালকার্ড। ২৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো ওই ফ্রি-কিকেই রক্ষণভাগের প্রাচীরের ওপর দিয়ে বল জালে পাঠান সিয়ালেস পিয়ানিচ। ১০ জন নিয়ে খেলেও বেশ কয়েকটি জোরালো আক্রমণ চালায় স্বাগতিকরা। সমতায় ফিরতে পারতো নেপোলি। কিন্তু পাল্টা আক্রমণে পিয়ন জিয়েলিন্সফির কোণাকুণি শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে ফেরত আসে। উল্টো ৩৯ মিনিটে আবারও গোল করে বসে জুভেন্টাস। ডানদিক থেকে ফেদোরিকো বের্নারদেস্কির ক্রস ছোট ডি-বক্সের মুখে পেয়ে হেডে জালে বল পাঠান এমার কান। দ্বিতীয়ার্ধের শুরুতেই অহেতুক হ্যান্ডবল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের বসনিয়ার মিডফিল্ডার পিয়ানিচ। দুই দল ১০ জন নিয়ে খেলছে। ৬১ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফিরে নেপোলি। বাঁদিক থেকে লরেঞ্জো ইনসিনিরের দারুণ ক্রস গোল মুখে পেয়ে নিখুঁতভাবে গোল করেন স্পেনের ফরোয়ার্ড হোসে কায়েজন।

গোল পেয়ে দারুণভাবে ফিরে আসে। কিন্তু হার আর ঠেকাতে পারেনি। ১-২ গোলে হেরেই মাঠ ছাড়ে স্বাগতিকরা। অথচ ৮৩ মিনিটে পেনাল্টিও পেয়েছিল তারা। ইনসিনিয়ে গোল করতে ব্যর্থ হন।

 

সর্বশেষ খবর