বুধবার, ৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অপরাজেয় বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

অপরাজেয় বসুন্ধরা কিংস

ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের বিজয়ের নায়ক ব্রাজিলিয়ান ফুটবলার মার্কোসকে নিয়ে সতীর্থদের উল্লাস -বাংলাদেশ প্রতিদিন

স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে নতুন এক ইতিহাস লিখে ফেলেছে বসুন্ধরা কিংস। এখন অপেক্ষায় আছে পেশাদার লিগ জিতে আরেক ইতিহাস গড়ার। যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তাতে তাদের চ্যাম্পিয়ন হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংসই। গতকাল বিকালে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী আরেক দল শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে পরাজিত করেছে নবাগত বসুন্ধরা কিংস।

লিগে কিংস এগিয়ে যাচ্ছে কিংয়ের মতোই। একমাত্র অপরাজিত দল তারাই। অন্য দিকে এবার লিগে শেখ রাসেল গতকালই প্রথম হারের মুখ দেখল। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ইতিমধ্যেই দুই ম্যাচ হেরেছে। বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের কাছে হেরেছে তারা। এই জয়ে কলিনড্রেসদের প্রথম পর্বে শীর্ষে থাকার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বসুন্ধরা কিংসের পরবর্তী ম্যাচ ঢাকা মোহামেডানের বিপক্ষে। এরপর সাইফ ও চট্টগ্রাম আবাহনী তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে। সাইফ শক্তিশালী হলেও মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী সেই মানের দল নয়। বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন বলেছেন, ‘কাউকে দুর্বল ভাবাটা ঠিক হবে না। চ্যাম্পিয়নের জন্য প্রতিটি ম্যাচকেই ফাইনাল ধরতে হবে।’ ট্র্যাজেডি হচ্ছে কিংস শক্তিশালী তিন দল শেখ জামাল, ঢাকা আবাহনী ও শেখ রাসেলকে হারালেও নিচের সারির টিম বিজেএমসির বিপক্ষে অপ্র্যাশিত ড্র করে মূল্যবান ২ পয়েন্ট হারিয়েছে। অবশ্য নোয়াখালীতে অনুষ্ঠিত ওই ম্যাচের কিংসের পয়েন্ট নষ্ট করার পেছনে রেফারি জালালের বড় ভূমিকাও ছিল।

নীলফামারী নিজ ভেন্যু করার পর বসুন্ধরা কিংস কোনো ম্যাচেই হোঁচট খায়নি। প্রীতি ম্যাচে মালদ্বীপ চ্যাম্পিয়ন নিউ রেডিয়্যান্টকে হারিয়ে শুরু। এরপর পেশাদার লিগে বিজয়ের পতাকা উড়িয়েই চলেছে। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের মার্কোস ভেনিসিয়াস চমৎকার ভলিতে কিংসের বিজয়সূচক গোলটি করেন। তবে হারলেও শেখ রাসেল সমান তালে লড়ছে। আগের ম্যাচে লাল কার্ড দেখায় অ্যালেক্স রাফায়েল ছাড়াই মাঠে নামে রাসেল। তবু আক্রমণাত্মক ফুটবল খেলেছে। প্রথমার্ধে তুলনামূলকভাবে শেখ রাসেল বেশি আক্রমণ চালায়। বিশেষ করে রাফায়েল উদোরা, অ্যালিশন, আজিজভ, বিপলু পরিশ্রম করে খেলেন। কলিনড্রেসকে আলাদাভাবে মার্কিংয়ে রাখে তারা। তারপরও মার্কোস, মতিন মিয়ারা প্রতিপক্ষের বিপজ্জনক এলাকায় ঢুকে পড়ে। অযথা কলিনড্রেসকে উত্তেজিত করার চেষ্টা চালায় তারা। প্রথমার্ধে হলুদকার্ডও দেখেন বিশ্বকাপের এই তারকা। দ্বিতীয়ার্ধে দৃশ্য পাল্টে যায়। বল নিয়ন্ত্রণে রেখে শেখ রাসেলের রক্ষণভাগ বারবার ভেঙে ফেলে কিংস। এক সময়ে গোল বাঁচাতে রাসেল রক্ষণভাগে মনোযোগী হয়ে পড়ে। সুযোগটি কাজে লাগায় কিংস। ৫৯ মিনিটে বদলি ইব্রাহিমের নিখুঁত পাসে চমৎকার ভলিতে গোল করেন মার্কোস ভিনিসিয়াস দ্য কস্তা।

গোল শোধে মরিয়া হয়ে উঠলেও কিংসের রক্ষণভাগের দৃঢ়তায় হার এড়াতে পারেনি রাসেল। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শেখ রাসেল এখন তৃতীয় স্থানে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করে নিউজটুয়েন্টিফোর।

এদিকে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের ম্যাচে মুক্তিযোদ্ধা ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। বিজয় দলের কোটো ২ ও রয়েল ১টি গোল করেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ও রহমতগঞ্জ ১-১ গোলে ড্র করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর