বুধবার, ৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাতাসে ভয় নেই টাইগারদের

ক্রীড়া ডেস্ক

বাতাসে ভয় নেই টাইগারদের

সাদমান আহমেদ

ওয়েলিংটনকে বলা হয় বাতাসের শহর। প্রচ- বাতাসের মধ্যেই দ্বিতীয় টেস্ট খেলতে হবে টাইগারদের। তবে বাতাস নিয়ে ভয় পাচ্ছেন না ক্রিকেটাররা। কেন না হ্যামিল্টনে প্রচ  বাতাস ছিল। বাংলাদেশ দল ক্রাইস্টচার্চের লিঙ্কনেও বাতাসের মধ্যেই অনুশীলন করেছে। টাইগার ওপেনার সাদমান আহমেদ কাল বলেন, ‘নিউজিল্যান্ডে বাতাস তো থাকবেই। এটা ন্যাচারাল বিষয়। এটি আসলে সমস্যা হবে না আমার মনে হয়। যদি আমরা নরম্যালি খেলি, বাতাসের ব্যাপারটি যদি মাথায় নেই তাহলেই সমস্যা হবে। তবে আমার মনে হয় এটি মাথায় না নেওয়াটাই ভালো হবে।’ ক্রাইস্টচার্চের উইকেট ছিল সবুজ ঘাসের। তারপরও অনেক রান হয়েছে। বাংলাদেশের পেসাররা সবুজ উইকেট থেকেও কোনো বাড়তি সুবিধা নিতে পারেননি। তবে ওয়েলিংটনের উইকেট ভিন্ন রকমের হবে বলে মনে করেন সাদমান। ওয়েলিংটনে পৌঁছে টাইগার ওপেনার বলেন, ‘এখানে যে উইকেটে  খেলেছি, হয়তো আগামী ম্যাচে উইকেট পরিবর্তন থাকবে। অবশ্যই আমরা মানসিকভাবে নিজেরা প্রস্তুতি নিয়েছি। আর যেমন উইকেটে আমরা খেলেছি তেমন উইকেটই আশা করছি এখানে। আমরা ভালোই প্রস্তুত, ইনশাল্লাহ ভালো করতে পারব।’ হ্যামিল্টনে একটি করে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল, সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুই ইনিংসে দারুণ শুরু করেও ইনিংস বড় করতে পারেননি সাদমান। প্রথম ইনিংসে ২৪ এবং দ্বিতীয় ইনিংসে করেছেন ৩৭ রান।

ওয়েলিংটনে বড় ইনিংস খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী সাদমান, ‘চিন্তা করেছি  যেমনটা আমি খেলি এবং আমি যেমন থাকি, আমার  যে পরিকল্পনা থাকে তেমনটাই আমি খেলব। আর পরবর্তী ম্যাচে যদি থিতু হতে পারি তাহলে চেষ্টা করব ইনিংস আরও বড় করার।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর