বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ডর্টমুন্ডকে হারিয়ে শেষ আটে টটেনহ্যাম

ক্রীড়া ডেস্ক

ডর্টমুন্ডকে হারিয়ে শেষ আটে টটেনহ্যাম

জয়ের নায়ক হ্যারিকেন

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের হার অস্বাভাবিক নয়। হেরেছে বার্সেলোনার কাছে। তাই বলে স্বল্প শক্তির অ্যাজাক্স আর্মস্টাডামের কাছে হার! চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটির হার কোনোভাবেই মেনে নিতে পারেননি ফুটবলপ্রেমীরা। ৯ বারের চ্যাম্পিয়ন রিয়ালের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। পরশু রাতে অ্যাওয়ে ম্যাচে ‘থ্রি লায়ন’ অধিনায়ক হ্যারি কেনের একমাত্র গোলে আসর থেকে বিদায় করেছে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডকে। সেরা আটে খেলতে ঘরের মাঠে বড় ব্যবধানে জিততে হতো ডর্টমুন্ডকে। উল্টো হেরে যায় ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতেছে টটেনহ্যাম। ইংলিশ প্রিমিয়ার লিগে ৬১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ক্লাবটির।

ইংলিশ অধিনায়কের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। রাশিয়া বিশ্বকাপে একটি হ্যাটট্রিকসহ ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কেইন। এখন টটেনহ্যামের প্রাণভোমরা। দলটির হয়ে গত চার ম্যাচে তৃতীয় গোল করেছেন তিনি। ক্লাবটির হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত গোল করেছেন ২৪টি। যা ক্লাবটির ফুটবল ইতিহাসে সেরা। এরমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ১৭ ম্যাচে তার গোল সংখ্যা ১৪টি।

সর্বশেষ খবর