শিরোনাম
শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কোহলির অপেক্ষায় টেন্ডুলকার

ক্রীড়া ডেস্ক

কোহলির অপেক্ষায় টেন্ডুলকার

ওয়ানডে ও টেস্ট মিলিয়ে কোহলির সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ৬৫টি। ওয়ানডে ৪০ ও টেস্ট ২৫। কোহলির ব্যাটিংয়ে ভূয়সী প্রশংসা করেছেন টেন্ডুলকার। তিনি বলেন, অনেকের ধারণা, আমার সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ডটি কেউ ভাঙতে পারবে না। আসলে ক্রিকেটে কোনো রেকর্ডই কারও জন্য স্থায়ী নয়। আমি আগেই বলেছিলাম, কোহলি আমাকে ছাড়িয়ে যাবে। আমার বিশ্বাস ও যেভাবে ব্যাটিংয়ে জ্বলে উঠছে তা ধরে রাখতে পারলে অল্প দিনেই সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ড গড়বে। এমনকি শুধু ওয়ানডে তার সেঞ্চুরির সেঞ্চুরি করার সম্ভাবনা দেখছি। শচীন বলেন, আমি সেই দিনের অপেক্ষায় আছি। তবে তার আগে কোহলির হাতে বিশ্বকাপ চ্যাম্পিয়নের ট্রফি দেখতে চাই।

কপিলদেবের নেতৃত্বে আমরা প্রথম বিশ্ব জয় করি। এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। এবার কোহলির পালা। ব্যাটিং ও বোলিং লাইনে ভারত বেশ ব্যালান্স দল। তবে বিশ্বকাপে কাউকে খাটো করে দেখার উপায় নেই। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা তো আছেই। বাংলাদেশ এমনকি আফগানিস্তানও ভালো খেলছে। তারপরও আমার কোহলির ওপর আস্থা রয়েছে। আশা করি ও ভারতকে বিশ্বকাপ উপহার দেবে।

সর্বশেষ খবর