সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

দেরি করেনি বাফুফে। কম্বোডিয়াকে হারানোর পরই চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের নাম। ২৩ সদস্যের এই দলে বসুন্ধরা কিংসের ৬, সাইফ স্পোর্টিংয়ের ৬, আরামবাগ ক্রীড়া সংঘের ৫, ঢাকা আবাহনী ২, শেখ রাসেলের ২, রহমতগঞ্জ ও  নোফেল স্পোর্টিংয়ের ১ জন করে খেলোয়াড় রয়েছেন। আগামী ২০ মার্চ থেকে বাহরাইনে আট দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে স্বাগতিক দল ছাড়াও বাংলাদেশ লড়বে ফিলিস্তিন ও শ্রীলঙ্কার বিপক্ষে।

ফিলিস্তিন ও বাহরাইন ফেবারিট দল। শ্রীলঙ্কা অপেক্ষাকৃত দুর্বল হলেও গত বছর নীলফামারীতে বাংলাদেশ জাতীয় দল ১-১ গোলে ড্র করে। কোচ জেমি ডে  টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী। কম্বোডিয়া থেকে গতকাল রাতে অনুশীলন ম্যাচের জন্য অনূর্ধ্ব-২৩ দল কাতারে যাবে। সেখান থেকেই বাহরাইনে যাবে। বয়সের কারণে কম্বোডিয়ার বিপক্ষে খেলা বেশ কজন খেলোয়াড় অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ পাননি। ফিরেছেন জাফর ইকবাল ও আরিফুর রহমান। খেলোয়াড়রা হচ্ছেন টুটুল হোসেন বাদশা, মো. ফয়সাল আহমেদ, মো. পাপ্পু হোসেন, মো. রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রেদুয়ান হাসান, মো. আল আমিন, জাফর ইকবাল, বিশ্বজিত ঘোষ, বিপলু আহমেদ, মাহফুজ হাসান প্রিতম, মো. রকি, মো. সুজন, মো. রবিউল হোসেন, মো. আরিফুর রহমান, আনিসুর রহমান, সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মো. ইব্রাহিম, রাকিব হোসেন ও খন্দকার আশরাফুল ইসলাম।

সর্বশেষ খবর