শিরোনাম
সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রানের পাহাড় টপকে অস্ট্রেলিয়ার জয়

ক্রীড়া ডেস্ক

বিরাট কোহলি (৭) রান না পেলেও বড় সংগ্রহই গড়েছিল ভারত। দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মার দারুণ এক জুটিতে ৩৫৮ রানের পাহাড় গড়ে তারা। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি রোহিত শর্মা (৯৫)। তবে তিন অংকের জাদুকরী ইনিংস খেলেছেন ধাওয়ান (১৪৩)। তবে বিশাল এই পাহাড়ও অস্ট্রেলিয়ার জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। হ্যান্ডসকম্বের সেঞ্চুরি (১১৭) এবং উসমান খাজার ৯১ রানের পর ব্যাট হাতে ঝড় তোলেন অ্যাশটন টার্নার। মাত্র ৪৩ বলে ৮৪ রান করেন তিনি। শেষদিকে তাকে ভালোভাবেই সঙ্গ দেন অ্যালেক্স। ১৫ বলে ২১ রান করেন অ্যালেক্স। ১৩ বল হাতে রেখেই ৩৫৯ রান করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য ছিল বিরাট বাহিনীর। কিন্তু তাদের আশায় গুড়েবালি ছুঁড়ে দিল অস্ট্রেলিয়া। চন্ডিগড়ে ম্যাচ জিতে ২-২ সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটা ফাইনাল হয়ে রইল। দিল্লির ফিরোজ শাহ কোটলাতে হবে অঘোষিত ফাইনাল ম্যাচ।

সর্বশেষ খবর