শিরোনাম
মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা
জাতীয় সাঁতার

গোল্ডেন গার্ল জুনাইনা

ক্রীড়া প্রতিবেদক

গোল্ডেন গার্ল জুনাইনা

ম্যাক্স ২৯তম জাতীয় সাঁতারে প্রথম দিনেই পুল কাঁপিয়েছেন লন্ডন প্রবাসী নারী সাঁতারু জুনাইনা আহমেদ। নতুন রেকর্ড গড়ে দুই ইভেন্টে সোনা জয় করেন ১৬ বছর ছুঁই ছুঁই এ কিশোরী। গতকাল দ্বিতীয় দিনেও তার ব্যতিক্রম ঘটল না। সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সবার নজর ছিল জুনাইনার দিকে। দ্বিতীয় দিনে তার প্রথম সোনার পদক আসে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে। বাংলাদেশ নৌবাহিনীর হয়ে ০৫.৪২.৪০ সময়ে নিয়ে আগের রোমানা আক্তারের রেকর্ডটি ভাঙেন তিনি।

মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইলেও জুনাইনা সোনা জেতেন। তবে রেকর্ড গড়তে পারেননি। ৪Í২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সোনিয়া আক্তার, মাহফুজা, সোনিয়া খাতুন টুম্পাকে নিয়ে সোনা জেতেন জুনাইনা। গড়েন নতুন রেকর্ড। দুই বছর আগে বয়সভিত্তিক সাঁতারে অংশ নিয়ে ১১ ইভেন্টের মধ্যে ১০টি সোনা জিতে চমক দেখান লন্ডন প্রবাসী জুনাইনা। এবার খেলছেন নৌবাহিনীর হয়ে। সাঁতার ফেডারেশন চাচ্ছে সামনে এস এ গেমসে জুনাইনাকে নিতে। তবে বাবা যুবায়ের আহমেদের অনুমতির ওপর তা নির্ভর করছে। গতকাল পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে নতুন রেকর্ড গড়ে সোনা জেতেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। ৪.৫০.০১ সময় নিয়ে তিনি ভাঙেন নিজেরই রেকর্ড। ৫০ মিটার ফ্রি স্টাইলে সোনা পান নৌবাহিনীর আসিফ রেজা। ০০.২৩.৮৫ সময় নিয়ে তিনি মাহফিজুর রহমান সাগরের রেকর্ডটি ভেঙে দেন। এই ইভেন্টে গতকাল সাগর পান রুপা। ১০০ মিটার ব্যাক স্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদ সোনা জেতেন। তিনি ভাঙেন রুবেল রানার রেকর্ড। মেয়েদের একই ইভেন্টে সোনা জেতেন নৌবাহিনীর নাইমা আক্তার। ৫০ মিটার বাটার ফ্লাইয়ে নৌবাহিনীর মাহামুদুন্নবী সোনা পান। একই বিভাগে মেয়েদের সোনা জেতেন নৌবাহিনীর সোনিয়া খাতুন। ৪Í২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে আসিফ রেজা, মনিরুল ইসলাম, পলাশ চৌধুরী ও মাহামুদুন্নবী নতুন রেকর্ড গড়ে সোনা জেতেন। এ নিয়ে ২৯তম জাতীয় সাঁতারে ১১টি নতুন রেকর্ড সৃষ্টি হলো। দলীয় পদক তালিকায় নৌবাহিনী ১৩ সোনা ১২ রুপা ও ৭ তামা জিতে। সেনাবাহিনী ৫ সোনা ৫ রুপা ও ৯ তামা জিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর