বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

উৎসবের অপেক্ষায় নৌবাহিনী

জাতীয় সাঁতার প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক

উৎসবের অপেক্ষায় নৌবাহিনী

জুনাইনা আহমেদ - জুয়েল আহমেদ

শিরোপা নিশ্চিত। এখন শুধু বাংলাদেশ নৌবাহিনী সাঁতারুদের উৎসবটাই বাকি। ম্যাক্স জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে একের পর এক সোনা জিতে তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। জল দৌড়ে দেশসেরা এই আসরে পর্দা নামবে আজ। সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সের পর আজ নেভি সুইমিংপুলে ডাইভিং ইভেন্ট অনুষ্ঠিত হবে। ২০ সোনা, ১৫ রুপা ও ১১ তামা জিতে পদক তালিকার শীর্ষে নৌবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ৮ সোনা, ১২ রুপা ও ১২ তামা পেয়ে দ্বিতীয় স্থানে। এবারে প্রতিযোগিতা মূলত দুই প্রতিযোগীকে নিয়ে। নৌবাহিনীর লন্ডন প্রবাসী মহিলা সাঁতারু জুনাইনা আহমেদ ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৬ সোনা জেতেন। বাংলাদেশ সেনাবাহিনীর পুরুষ সাঁতারু ৫ সোনা  জেতেন। গতকাল সবচেয়ে আলোচিত বিষয় ছিল এস এ গেমসে সোনা জয়ী মাহফুজা খাতুন শিলার প্রথম সোনা জয়। তিনি ০১.১৯.৬০ সময় নিয়ে সোনা জেতেন ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে। তৃতীয় দিনটিও ছিল নৌবাহিনী জুনাইনা আহমেদের। গতকাল তিনি দুই সোনা জয় করেন। ২০০ মিটার বাটার ফ্লাইয়ে ০২.৩৪.১৪ সময় নিয়ে রোমানা আক্তারের রেকর্ডটি ভাঙেন। ৪০০ মিটার ফ্রি স্ট্রাইলেও জুনাইনা নতুন রেকর্ড গড়ে সোনা জেতেন। সেনাবাহিনীর জুয়েল  আহমেদও পুল কাঁপিয়েছেন। নিজের রেকর্ড ভেঙে ২০০ মিটার বাটার ফ্লাইয়ে সোনা জেতেন তিনি।

৫০ মিটার ব্যাক স্ট্রোকেও জুয়েল সোনা জেতেন। এখানেও তিনি ভাঙেন নিজের রেকর্ড। ৪০০ মিটার ফ্রি স্ট্রাইলে সোনা জেতেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। তিনি ভাঙেন মাহফিজুর রহমান সাগরের রেকর্ড। মহিলা ৫০ মিটার ব্যাক স্ট্রোকে সোনা জেতেন নৌবাহিনীর সুরাইয়া আক্তার। ছেলেদের ১০০ মিটার বেস্ট স্ট্রোকে সোনা জেতেন নৌবাহিনীর আরিফুল ইসলাম। ৪ ´ ১০০ মিটার রিলেতে আসিফ রেজা, আরিফুল ইসলাম, জাহিদুলকে নিয়ে প্রতিযোগিতায় প্রথম সোনা জেতেন মাহফিজুর রহমান সাগর। মেয়েদের বিভাগে সোনিয়া আক্তার, সোনিয়া খাতুন টুম্পা, মাহফুজা খাতুন শিলা ও লিমা আক্তার সোনা জেতেন।

সর্বশেষ খবর