শিরোনাম
বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা
সেমিতে মুখোমুখি বাংলাদেশ-ভারত

ভয়কে জয় করতে মাঠে নামছেন সাবিনারা

প্রতিশোধ নিতে পারবেন কি সাবিনারা। বিকাল সোয়া ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে দুই দল লড়বে। এর আগে সকালে একই ভেন্যুতে ফাইনালে ওঠার লড়াইয়ে লড়বে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদক

ভয়কে জয় করতে মাঠে নামছেন সাবিনারা

নারী সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপে আগের চার আসরে ভারতই চ্যাম্পিয়ন। কেউ তাদের গর্ব খর্ব করতে পারেনি। সেই অপ্রতিরোধ্য ভারতের বিপক্ষে বাংলাদেশ আজ সেমিফাইনাল খেলবে। গত আসরে ফাইনাল খেলেছিল দুই দল। বাংলাদেশকে হারিয়ে সাফ মুকুটটা ধরে রাখে ভারত। আজ নেপালের বিরাট নগরে প্রতিশোধ নিতে পারবেন কি সাবিনারা। বিকাল সোয়া ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে দুই দল লড়বে। এর আগে সকালে একই ভেন্যুতে ফাইনালে ওঠার লড়াইয়ে লড়বে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা।

প্রথম সেমিফাইনালে পরিষ্কার ফেভারিট স্বাগতিকরা। গ্রুপপর্বে ভুটান ও বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন তারা। অন্য দিকে ভারতের কাছে ৫-০ গোলে হারলেও মালদ্বীপের বিপক্ষে জয় পেয়ে শেষ চারে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। পুরুষ ফুটবলে শ্রীলঙ্কা কিছুটা শক্তিশালী হলেও মেয়েরা অনেক পিছিয়ে। তবু সেমিতে উঠে লঙ্কানরা বাহবা পেয়েছে। তবে বড় কোনো অঘটন না ঘটলে স্বাগতিক নেপালের ফাইনালে খেলাটা নিশ্চিত বলা যায়।

নেপাল যদি ফাইনালে উঠে তাহলে তাদের প্রতিপক্ষকে হবে কে? বলাটা কঠিন, তবু শক্তির বিচারে আজকের ম্যাচে বাংলাদেশের তুলনায় ভারতকে এগিয়ে রাখা যায়। গ্রুপপর্বে তারা মালদ্বীপ ৬-০ আর শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারায়। এতেই বোঝা যায় তাদের আক্রমণভাগ কতটা ভয়ঙ্কর। সব চেয়ে বড় কথা সিনিয়র চ্যাম্পিয়শিপে অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের নিয়ে ভারতের জাতীয় দল অংশ নিচ্ছে।

বড়দের টুর্নামেন্টে জাতীয় দল খেলবে এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের বেলায় তা কি বলা যায়। বয়সভিত্তিক টুর্নামেন্টে সাফল্য পাচ্ছে বলে বাফুফে নারীদের জাতীয় দল গড়ার চিন্তাই করেনি। ভেবেছে কিশোরীদের দিয়েই চলবে। সাবিনা আক্তার, কৃষ্ণা রাণী সরকার, মৌসুমী ছাড়া এবার দলে কি কোনো সিনিয়র খেলোয়াড় রয়েছে। ১৬ বয়সী মেয়েদের দিয়ে কত দূর আর যাওয়া যায়।

যাক আন্ডারডগ হলেও বাংলাদেশ যে সেমিফাইনাল থেকে বিদায় নেবে তা ভাবাটা বোকামি হবে। যতই ফেবারিট বা শক্তিশালী প্রতিপক্ষ হোক না কেন, সাবিনা, মারিয়া, আঁখি, স্বপ্নারা জানপ্রাণ দিয়ে লড়বে। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ভারত অবশ্যই শক্তিশালী। সব পজিশনের তাদের মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমাদের মেয়েরা কম কীসের। নেপালের কাছে রক্ষণভাগের ভুলে হেরেছি। ভুলগুলো শুধরিয়ে ভালো খেলতে মাঠে নামব।’ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি বলেন, ‘সেমিফাইনালের বিষয়টি পুরোপুরি আলাদা। দুই দলই চাপে থাকে। এর মধ্যে যারা ভালো খেলবে তারাই জিতবে। তা ছাড়া কৃষ্ণা রাণী মাঠে নামতে পারে। ও খুবই ভালো মানের খেলোয়াড়। এতে করে দলের শক্তি বাড়বে।’

অধিনায়ক সাবিনা আক্তার স্পষ্ট করেই বলেছেন, ‘লড়াইটা সেমিফাইনালের। জয় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ভারত টুর্নামেন্টের সেরা দল। জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে। কৃষ্ণা দলে ফিরলে মনোবল বাড়বে। আমরা জিততেই মাঠে নামব।’

সর্বশেষ খবর