বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আবাহনীর দিনে ম্লান মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর দিনে ম্লান মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা চতুর্থ জয় পেয়েছে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লি.। গতকাল তারা শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে। আবাহনীর দিনে যেন ম্লান হয়ে গেছে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মতিঝিলের দলটি টানা তৃতীয় জয়ের পর গতকাল চতুর্থ ম্যাচে হেরে যায় লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। আবারও হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বৃষ্টি বিঘিœত ম্যাচে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে প্রাইম ব্যাংকের কাছে হেরে গেছে  ২৯ রানে।

ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০৩ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় আবাহনী। চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজের অবস্থান আরও মজবুত করল ধানমন্ডির দলটি।

শেখ জামালের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৪৪ রানের পাহাড় গড়ে প্রাইম ব্যাংক। দলটির ভারতীয় তারকা অভিমন্যু খেলেছেন ১৩৩ রানের ইনিংস। ১০১ রানের ইনিংস খেলেছেন এনামুল হক বিজয়। মাত্র ৩২ বলে ৬৭ রানের হার না মানা ইনিংস খেলেছেন আরিফুল হক। শেখ জামালের ইনিংসের সময় বৃষ্টির বাধার কারণে তাদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৭.১ ওভারে ২৩৬ রান। কিন্তু দলটি ২০৬ রানের বেশি করতে পারেনি।

আবাহনীর মতো টানা চতুর্থ জয়ের স্বাদ পেতে পারত মোহামেডানও। কিন্তু তাদের জয়রথ থামিয়ে দেয় রূপগঞ্জ। গতকাল প্রথমে ব্যাট করে আবদুল মজিদের সেঞ্চুরি ও নাদীফ চৌধুরীর হাফ সেঞ্চুরিতে ২৯৫ রান করে মোহামেডান।  ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক নাঈম ইসলামের ৮৫ রানের ইনিংসে ভর করতে জিতে যায় রূপগঞ্জ।

 

সংক্ষিপ্ত স্কোর

আবাহনী-শাইনপুকুর

শাইনপুকুর : ২০৩/৯ (৫০ ওভার) (আফিফ ৪৮, হৃদয় ৩৯, সোহরাওয়ার্দী ২৪; মোসাদ্দেক ৩/৪১, রুবেল ২/২৮, নাজমুল ২/৪১)

আবাহনী : ২০৬/৫ (৪৮.৩ ওভার) (জাফর ৭৬, শান্ত ৪২, সৌম্য ৩৩; শরিফুল ৩/৪৪, শুভাগত ১/২৭)

ফল : আবাহনী ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা : ওয়াসিম জাফর।

শেখ জামাল-প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক : ৩৪৪/৬ (৫০ ওভার) (অভিমন্যু ১৩৩, বিজয় ১০১, আরিফুল ৬৭*; তানভির ২/২৭, শাহিদুল ১/৬৯)

শেখ জামাল : ২০৬/৪ (৩৭.১ ওভার) (নাসির ৭৬, সোহান ৫৪*, ইমতিয়াজ ২৬; নাহিদুল ২/৫১, মনির ১/২৩)

ফল : প্রাইম ব্যাংক ডার্ক/লুইস পদ্ধতিতে ২৯ রানে জয়ী।

ম্যাচসেরা : অভিমন্যু ইয়াসওয়ারান

মোহামেডান-রূপগঞ্জ

মোহামেডান : ২৯৫/৭ (৫০ ওভার) (মজিদ ১০৭, নাদীফ ৬৭, শুকুর ২৫; শহীদ ৩/৭০, ধাওয়ান ১/৪৮)

রূপগঞ্জ : ২৯৬/৬ (৪৯.২ ওভার) (নাঈম ৮৫, মুমিনুল ৫৫, ধাওয়ান ৫১; শফিউল ২/৬৫, আলাউদ্দীন ১/৬০)

ফল : রূপগঞ্জ ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : নাঈম ইসলাম

সর্বশেষ খবর